Krushal Ahuja: 'আমি উদ্ধত...', সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম? পারিবারিক চাপে ভুল ভাঙ্গাতে বাধ্য হলেন ক্রুশল

সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নেহাতই তাঁকে মানসিক কষ্ট দিচ্ছে। তাঁর পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে। এবং, তিনি নাকি হিবাকে সমাজ মাধ্যমে আনফলো করে দিয়েছেন।

সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নেহাতই তাঁকে মানসিক কষ্ট দিচ্ছে। তাঁর পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে। এবং, তিনি নাকি হিবাকে সমাজ মাধ্যমে আনফলো করে দিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
krushal

কী বলছেন তিনি?

Krushal Ahuja: বাংলা সিরিয়াল থেকে শুরু করেছিলেন কাজ। ক্রুশল আহুজা হিন্দি টেলিভিশনের এক জনপ্রিয় মুখ। তিনি দীর্ঘদিন ঝনক সিরিয়ালে অনিরুদ্ধের ভুমিকায় অভিনয় করেছেন। শুধু তাই নয়, বেশ প্রশংসা পেয়েছেন। তবে, এই ধারাবাহিকে তাঁকে এবং তাঁর সহ-অভিনেত্রীর বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। খেয়াল করলে দেখা যাবে হিবা নবাবের সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব ছিল তাঁর। 

Advertisment

ক্রুশল আহুজা, বাংলার অন্যতম অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে একটি ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয় হন। তারপর সেই যে মুম্বাইয়ে গিয়ে কাজ শুরু করলেন, আর পেছনে ফিরে তাকাতে হল না। তবে, এই ধারাবাহিকে তিনি ইতি টেনেছেন বেশ কিছুদিন হল। এবং সেই সিরিয়াল শেষ হলেও, সহ অভিনেত্রীর সঙ্গে যে তাঁর অন্যরকম মধুর সম্পর্ক রয়েছে এমনটা দাবি করা হয়েছে বহুবার। তবে এসবে আর মাথা ঘামাতে চাইছেন না ক্রুশল। তাই তো সমাজ মাধ্যমে তিনি এই বিষয়ে লিখছেন... 

নৌকায় চুম্বন, আদরে জড়িয়ে ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল

Advertisment

সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নেহাতই তাঁকে মানসিক কষ্ট দিচ্ছে। তাঁর পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে। এবং, তিনি নাকি হিবাকে সমাজ মাধ্যমে আনফলো করে দিয়েছেন। যদিও তারকাদের একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ব্যাক ফাইট দেওয়া নতুন ঘটনা নয়। নানা ক্ষেত্রেই দেখা গিয়েছে এহেন কাণ্ড। ক্রুশল এসব একেবারেই বরদাস্ত করছেন না। তাঁর নাম নিয়ে যে অভিনেত্রীর সঙ্গে গুজব ছড়ানো হচ্ছে, তাতেই বেশ বিরক্ত তিনি। 

সমাজ মাধ্যমে লিখছেন... "সবাইকে হ্যালো! তোমরা যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ! আমি শুধু একটা অনুরোধ করতে চাই, যদি তোমরা একমত হও। শো-গুলি কেবল বিনোদনের জন্য তৈরি হয় এবং সেখানে দেখানো জুটিগুলি সম্পূর্ণ কাল্পনিক। আমরা অনস্ক্রিন ও অফস্ক্রিন বিষয়গুলো গুলিয়ে ফেলব না, কারণ এতে পরিবারগুলিরও মনঃকষ্ট হতে পারে। বাস্তবে এসব কিছুই নেই। আমি জানি, তোমরা অনেকে ওইভাবে ভাবতে ভালোবাসো, কিন্তু আমাদের মেনে নিতে হবে- এটা শুধুমাত্র অনস্ক্রিন জুটি ছিল,
এবং এখন আমাদের সামনে আরও অনেক সুন্দর জিনিস রয়েছে, যেগুলোর দিকে আমরা ইতিবাচকভাবে তাকাতে পারি! আমি সত্যিই দুঃখিত, এই ভ্রম ভাঙতে হলো, কিন্তু করতে বাধ্য হয়েছি, কারণ এতে অনেকের অনুভূতি জড়িয়ে আছে। আশা করি আমি উদ্ধত শোনাইনি এবং যা বলতে চেয়েছিলাম তা পরিষ্কারভাবে বলতে পেরেছি।
যদি আমি ভবিষ্যতে কারও সঙ্গে সম্পর্কে জড়াই বা বাগদান করি, আমি সেটা আনন্দের সঙ্গে ও গর্বের সঙ্গে সবাইকে জানাব। সবাইকে অনেক ভালোবাসা।"  

Bollywood Actor bollywood Entertainment News Today