নৌকায় চুম্বন, আদরে জড়িয়ে ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, দু’জনের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে, ৪০ বছর বয়সী কেটি পেরি ওয়ান-পিস সাঁতারের পোশাক পরে ইয়টের ডেকে দাঁড়িয়ে আছেন...

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, দু’জনের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে, ৪০ বছর বয়সী কেটি পেরি ওয়ান-পিস সাঁতারের পোশাক পরে ইয়টের ডেকে দাঁড়িয়ে আছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
justin

ভাইরাল দৃশ্য...

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় আমেরিকান গায়িকা কেটি পেরির সম্পর্ক নিয়ে এখন সরগরম আন্তর্জাতিক মিডিয়া। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে, একসঙ্গে নৌকায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই, তাঁদের প্রেমের গুজব আরও জোরালো হয়েছে।

Advertisment

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, দু’জনের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে, ৪০ বছর বয়সী কেটি পেরি ওয়ান-পিস সাঁতারের পোশাক পরে ইয়টের ডেকে দাঁড়িয়ে আছেন, আর ৫৩ বছর বয়সী ট্রুডো নীল ডেনিমে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে তাঁকে আলিঙ্গন করছেন। একটিতে দেখা যাচ্ছে, ট্রুডো পেরির গালে আলতো করে চুমু খাচ্ছেন।

Krushal Ahuja: 'আমি উদ্ধত...', সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম? পারিবারিক চাপে ভুল ভাঙ্গাতে বাধ্য হলেন ক্রুশল

Advertisment

সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে পেরির ২৪ মিটার দীর্ঘ ইয়ট ‘ক্যারাভেলে’-এর উপর, যেখানে তাঁদের একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাতে দেখা যায়। পিপল ম্যাগাজিন জানিয়েছে, কেটি পেরি তার বাগদত্ত অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে সম্পর্ক ভাঙার এক মাস পর থেকেই ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। জুলাই মাসে মন্ট্রিলের ‘লে ভায়োলন’ রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, পেরি ও ব্লুমের এক কন্যাসন্তান রয়েছে- ডেইজি ডোভ ব্লুম, যার বয়স পাঁচ বছর।

অন্যদিকে, ট্রুডোও তাঁর ব্যক্তিগত জীবনে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন। প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবন শেষে ২০২৩ সালে তিনি আলাদা হন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) এবং হ্যাড্রিয়েন (১১)।

Kali Puja-Parambrata Chatterjee: কালীপ্রেমে পরমব্রত! মাতৃশক্তিতে কেন এত গভীর বিশ্বাস অভিনেতার?

যদিও, এই আলোচিত জুটি এখনো পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইল-কে জানান, “তাঁরা একে অপরের প্রতি বেশ স্নেহসুলভ আচরণ করছিলেন। প্রথমে আমি চিনতে পারিনি, কিন্তু তাঁর হাতে ট্যাটু দেখে বুঝতে পারি- ওটা জাস্টিন ট্রুডো!”

এর আগে মন্ট্রিলের বেল সেন্টার-এ কেটি পেরির ‘লাইফটাইম ট্যুর’ কনসার্টে ট্রুডোকে উপস্থিত থাকতে দেখা যায়। দু’দিন পরেই তাঁদের আবার একসঙ্গে ডিনারে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে, এই বছরের শুরুতে এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ট্রুডো পদত্যাগ করেন।

Entertainment News Today Entertainment News hollywood