Kamal Hassan-Thug Life: অসমবয়সী প্রেম নিয়ে সবসময় আলোচনা হয়েছে সিনে-দুনিয়ায়। কোনও কোনও তারকা তো বাস্তবের জীবনে পর্যন্ত, বয়সে বড় কাউকে বিয়ে করেছেন। আর সিলভার স্ক্রিনে এহেন প্রেম কম নেই। এবারও আলোচনায় আছে থাগ লাইফের কমল হাসান। এবং এই অভিনেতা বর্তমানে দুই অল্প বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করে ফেঁসেছেন।
কমল হাসান সবসময়ই অন্য ধরণের নায়ক। তিনি তেলেগু-তামিল এবং বলিউডে যে ধরণের ছবিতে অভিনয় করেছেন, তারপর থেকে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আর কোনও প্রশ্ন থাকে না। কিন্তু, বর্তমানে তিনি ভীষণ ফাঁসা ফেঁসেছেন। কেন? বয়সে ছোট দুই তারকার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখেই ছিঃ ছিঃ পড়ে গেল। কমল, মণি রত্নমের এই ছবিতে ত্রিশা কৃষ্ণান ও অভিরামির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন।
Actor Passed Away: জটিল অসুখেই আর ফেরা হল না লাইমলাইটে, চলে গেলেন …
এই ঘটনা নিয়ে এখন সমাজ মাধ্যমে তোলপাড় পড়ে গিয়েছে। ৭১ বছর বয়সী এক নায়ক, বছর ৪১ এর দুই অভিনেতার সঙ্গে এমন দৃশ্যে অভিনয় করতেই কেউ কেউ তো রেগে আগুন। এমনিও সিনে ইন্ডাস্ট্রিতে বয়সে বড় হিরোদের সঙ্গে অল্প বয়সী নায়িকাদের স্ক্রিন রসায়ন ভীষণ চর্চায়। কিছুদিন আগে সিকান্দর ছবির সময়, রশ্মিকা মন্দানা এবং সলমনের অনস্ক্রিন রোম্যান্স নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। ভাইজান সোজা জবাব দিয়েছিলেযখন নায়িকার কোনও সমস্যা নেই তখন বাকিদের কী হচ্ছে। আমি তো রশ্মিকার মেয়ের সঙ্গেও পর্দায় রোম্যান্স করব। অনুমতি ওর মা- দেবে।"
থাগ লাইফের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কেন এত আলোচনা?
কমল হাসান আর কিছুদিনের মধ্যেই ৭২ এ পা দেবেন। আর তাঁর দুই নায়িকা ৪১ বছরের। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি, বিশেষ করে একজন বয়স্ক নায়কের অল্প বয়সীদের মতো আচরণ করাটা মোটেই কেউ ভাল চোখে দেখেননি। কে কী বলছেন এই প্রসঙ্গে? কেউ একজন সেই ছবি শেয়ার করে লিখেছেন, "না ঈশ্বর! প্লিজ না।" কেউ আবার এমনও বলেন, বয়স্ক মানুষ রোম্যান্স করবেন এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু, সে অল্প বয়সীদের মতো আচরণ করবেন এবং বাচ্চা মেয়েদের সঙ্গে রোম্যান্স করবেন এটা অদ্ভুত এবং কাম্য নয়।
Bollywood: মা-স্ত্রী-প্রেমিকা, এক হিরোর জীবনে সব ধরনের ভূমিকা পালন করছেন, ৫৩ বছরের সুন্দরী বলি অভিনেত্রী! চেনেন তাঁকে?
যদিও কিছুদিন আগে উর্বশী রাউটেলা বলেছিলেন, যে হিরো এবং হিরোইনদের মধ্যে, কিছুবছরের গ্যাপ থাকলে বেশ ভালই লাগে। কিন্তু, বর্তমানে যে হারে বয়সের গ্যাপ দেখা যাচ্ছে, তাতে বেশ অস্বস্তিতে পড়ছেন তাঁরা।