/indian-express-bangla/media/media_files/2025/10/12/kumar-2025-10-12-10-28-08.jpg)
যে কারণে আদালতে কুমার...
Kumar Sanu in Delhi High Court: বলিউডের কিংবদন্তি গায়ক কুমার শানুকে শেষ কিছুদিন আদালতে বারবার যেতে হচ্ছে। সে নিজের ব্যক্তি সম্পর্কের কারণে হোক বা অন্য, এবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি, তাঁর নাম, কণ্ঠস্বর, ভোকাল স্টাইল, কৌশল এবং ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে।
আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান-এর মাধ্যমে দায়ের করা এই পিটিশনে শানু অনুরোধ করেছেন, যেন কোনও ব্যক্তি বা সংস্থা তাঁর সম্মতি ছাড়া তাঁর কণ্ঠস্বর, ছবি, সাদৃশ্য বা স্বাক্ষর ব্যবহার করতে না পারে। তিনি দাবি করেছেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাঁর কণ্ঠ ও চেহারা অনুকরণ করে তৈরি এআই-জেনারেটেড গান, ভিডিও ও ক্যারিকেচার ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এই কারণেই তাঁর শিল্পীসত্তা ও নৈতিক অধিকার লঙ্ঘন হচ্ছে।
আবেদনে বলা হয়েছে "আমার নাম, কণ্ঠস্বর, গানের ধরণ, ব্যাখ্যা, আচরণ, চিত্র, ব্যঙ্গচিত্র, ফটোগ্রাফ, সাদৃশ্য ও স্বাক্ষর- সবকিছুই আমার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এগুলোর অননুমোদিত ব্যবহার আমার সৃষ্টিশীল পরিচয়কে ক্ষতিগ্রস্ত করছে।”
Amitabh Bachchan Birthday: শোলে টু সিলসিলা, অমিতাভের জন্মদিনে ফিরে দেখা সেরা ৬ ব্লকবাস্টার মুভি
পিটিশনে অভিযোগ করা হয়েছে, কিছু তৃতীয় পক্ষ জনগণকে বিভ্রান্ত করার মতোভাবে, তাঁর পরিচয় ব্যবহার করছে- যা তাঁর সুনাম ও উত্তরাধিকার ক্ষুণ্ণ করছে। এসব কার্যকলাপ তাঁর কপিরাইট ও মোরাল রাইটসের স্পষ্ট লঙ্ঘন, বলেও আবেদনপত্রে দাবি করা হয়েছে। এছাড়াও, আবেদনে অনলাইনে তাঁর কণ্ঠস্বর ও চেহারার ক্রমবর্ধমান অপব্যবহারের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে...
“এই ধরনের অডিও, ভিডিও বা পণ্যদ্রব্য সামাজিক যোগাযোগমাধ্যমে- বিশেষত ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে- আপলোড করা হয়, যা ক্লিক ও ভিউয়ের ওপর ভিত্তি করে আসামিদের আর্থিক লাভ এনে দেয়। এটি একপ্রকার মিথ্যা অনুমোদন ও পাসিং অফের প্রচেষ্টা, যা আদালতের নির্দেশে অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।”
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কুমার শানুর কণ্ঠস্বর অনুকরণ করে তৈরি এআই-উৎপন্ন অডিও ও ভিডিওগুলির মধ্যে কিছু এমনভাবে তৈরি হচ্ছে যা তাঁকে উপহাসের লক্ষ্যবস্তু করছে, ফলে তাঁর সৃজনশীল মর্যাদা ও শিল্পীর পরিচয় মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।