/indian-express-bangla/media/media_files/2025/10/11/cats-2025-10-11-17-39-32.jpg)
অমিতাভের সেরা ছয় ছবি
Amitabh Bachchan: দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় সিনে দুনিয়ায় রাজ করছেন বলিউডের শাহেনশা। অভিনয় দক্ষতায় প্রতিনিয়ম দর্শকের দিল জিতে নিচ্ছেন বিগ বি। ১১ বছর জীবনের আরও এক বসন্ত পার করলেন অমিতাভ বচ্চন। আশি পেরিয়েও জেন জি-র সঙ্গে পায়ে পা মিলিয়ে দাপটের সঙ্গে বলিউড থেকে দক্ষিণী সিনমহল কাঁপাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর এই অনন্য ক্ষমতাই ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নজির গড়েছে। অমিতাভের জন্মদিনে ফিরে দেখা তাঁর ফিল্মি কেরিয়ারের সেরা ছয় ছবি।
আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
শোলে (১৯৭৫)
সেই তালিকায় উঠে আসে রমেশ সিপ্পি পরিচালিত ব্লকবাস্টার মুভি শোলে। সাতের দশকে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল। উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর অর্থাৎ দুহাজার দিন ধরে এই ছবিটি প্রেক্ষাগৃহে চলেছিল। বলাবাহুল্য, শোলে খুবই কম বাজেটে তৈরি হযওয়া একটি সিনেমা ৷ অথচ মুক্তির পর এই সিনেমার ঝুলিতে আসে বাজেটের দশ গুণ বেশি টাকা ৷ অমিতাভের কেরিয়ারে নজিরবিহীন হিট ছবির তাল্কার শীর্ষে নিঃসন্দেহে থাকবে এই ছবিটি।
জঞ্জির (১৯৭৩)
প্রকাশ মেহরার জঞ্জির-এ অভিনয়ের পরই শুরু হয় অমিতাভ বচ্চনের 'অ্যাংরি ইয়ং ম্যান' ইমেজ। বিজয় নামক এক পুলিশ অফিসারের চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই সময়ের রোম্যান্টিক নায়কদের ভিড়ে নিজের একটি স্বতন্ত্র ইমেজ গড়েছিলেন। ব্যারিটোন ভয়েজ, চরিত্রের গাম্ভির্জই দর্শককে আকৃষ্ট করেছিল। শক্তিশালী সংলাপ ও গভীর অভিব্যক্তির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কারের মনোনয়ন পান।
দিওয়ার (১৯৭৫)
অমিতাভ বচ্চনের আইকনিক চরিত্রগুলোর মধ্যে অন্যতম দিওয়ার। এখানেও তাঁর চরিত্রের নাম বিজয়। পরিস্থিতির চাপে অপরাধ জঘর-এর অন্ধকার তাকে গ্রাস করে। দুই ভাইয়ের মধ্যে নৈতিক লড়াইয়ের আবর্তে নির্মিত এই ছবিটি বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। বচ্চনের দাপুটে অভিনয় যেমন সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায় তেমনই তাঁর ঝুলিতে এনে দিয়েছিল আরও একটি ফিল্মফেয়ার মনোনয়ন এনে দেয়।
সিলসিলা (১৯৮১)
ত্রিকোণ প্রেমের পটভূমিকায় তৈরি বলিউডের ব্লকবাস্টার মুভি সিলসিলা। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দুজন অভিনেত্রী জয়া বচ্চন ও রেখা। বক্স অফিসে ছবিটি প্রথমে সাড়া ফেলতে না পারলেও পরবর্তীতে এটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়। বিগ বি-র সংবেদনশীল অভিনয় এবং সংলাপ আজও লোকমুখে ফেরে।
শক্তি (১৯৮২)
রমেশ সিপ্পি পরিচালিত শক্তি-তে অভিনয় করেছিলেন দুই যুগের দুজন কিংবদন্তি দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন। এখানে বিদ্রোহী ছেলের ভূমিকায় বিজয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আর বিগ বি-র বাবার ভূমিকায় ছিলেন দিলীপ কুমার। পুলিশ অফিসারের ভূমিকায় ছিলেন বলিউডের ট্রাজিডি কিং। ফিল্মফেয়ার পুরস্কার আসে দিলীপ কুমারের ঝুলিতে। অমিতাভের অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।
অগ্নিপথ (১৯৯০)
অগ্নিপথ–এ বিজয় দিনানাথ চৌহানের চরিত্রে বচ্চনের অভিনয় আজও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। মুক্তির সময় বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও, পরে এই ছবিটি কাল্ট ক্লাসিক ছবির তকমা পায় । এই ছবির জন্যই অমিতাভ বচ্চন প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা