Kumar Shanu: একাধিক সম্পর্ক, অভিনেত্রীর জন্যই সংসার ভাঙে শানুর? কুণিকাকে নিয়ে বিস্ফোরক গায়কের ছেলে..

সম্প্রতি তাঁর সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন তাঁর ছেলে জান কাপুর। বাবাকে নিয়ে কী বলছেন তিনি? কুনিকা বিগ বসের ঘরে জানিয়েছিলেন, কুমার শানুর স্ত্রী নাকি হকি স্টিক দিয়ে তাঁর গাড়ি ভাংচুর করেছিলেন..

সম্প্রতি তাঁর সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন তাঁর ছেলে জান কাপুর। বাবাকে নিয়ে কী বলছেন তিনি? কুনিকা বিগ বসের ঘরে জানিয়েছিলেন, কুমার শানুর স্ত্রী নাকি হকি স্টিক দিয়ে তাঁর গাড়ি ভাংচুর করেছিলেন..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shanu

যা বললেন শানুর ছেলে...

কুমার শানু এবং কুনিকা সদানন্দকে নিয়ে আলোচনা তুঙ্গে। বিগ বসের ঘরে কুনিকা তাঁর অতীতের অবৈধ সম্পর্ক নিয়ে, নানা ধরণের মন্তব্য করেছিলেন। তারপর থেকেই, আরও বেশি করে শিরোনামে রয়েছেন কুমার শানু। গায়কের একটা নয়, বরং অনেক সম্পর্কের কথাই এদিক ওদিক থেকে শোনা যায়। সেরকমভাবেই শোনা গিয়েছিল, আরেক অভিনেত্রীর সঙ্গেও তাঁর নাকি সম্পর্ক ছিল।

Advertisment

সম্প্রতি তাঁর সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন তাঁর ছেলে জান কাপুর। বাবাকে নিয়ে কী বলছেন তিনি? কুনিকা বিগ বসের ঘরে জানিয়েছিলেন, কুমার শানুর স্ত্রী নাকি হকি স্টিক দিয়ে তাঁর গাড়ি ভাংচুর করেছিলেন।সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কুনিকাকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বলপূর্বক হেনস্থা বিষয়টা হয় না। কোথাও না কোথাও মেয়ের পক্ষ থেকেও একটি ইশারা থাকে। উদাহরণস্বরূপ, যদি আমি কারও কাছে কাজের জন্য যাই এবং বলি, ‘হ্যালো স্যার, যদি কোনো ভালো চরিত্র থাকে তবে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই,’ এটিও এক ধরনের সংকেত হয়ে যায়।”

আচমকাই সব শেষ, চলে গেলেন ব্যান্ডের লিড ভোকালিস্ট

আর এই ভিডিও নজর এড়ায়নি তাঁর জান কুমারের। তিনি সেই ভিডিও প্রসঙ্গে এবং কুনিকার প্রসঙ্গে করে বসেছেন এমন এক মন্তব্য, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, উনি নিজে সারাজীবন যে কী করেছেন নিজের কেরিয়ারে জন্য, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আমি এই নিয়ে এখন আর বেশি কিছু বলতে চাই না, কতজনের যে ধুতি খুলে যাবে, সেটা আর বলার ভাষা রাখে না। এদিকে, কুমার শানুর সঙ্গে আরেক অভিনেত্রীর মীনাক্ষী শেষাদ্রীর সম্পর্কের গুঞ্জন শোনা যেত। সেই সম্পর্ক কি আসলেই ছিল? এমনকি, সেই সম্পর্কের জেরেই নাকি তাঁর ডিভোর্স হয়েছিল?

Advertisment

বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে, তিনি সোজাসাপ্টা জানিয়েছিলেন, কোনোদিন মীনাক্ষীর সঙ্গে দেখাও হয়নি তাঁর। এমনকি, মুখোমুখিও হননি। কথাও হয়নি দুজনের। শানুকে বিয়ে শোনা যায়, "ডিভোর্স আমাদের নিজের মধ্যে সমস্যা ছিল। মীনাক্ষী কেন, কারওর জন্যই আমাদের সম্পর্ক ভাঙেনি। তবে, আর ধারণা ও নিজেও হয়তো হাসে আমার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল শুনে।

Entertainment News Today bollywood actress