কুণাল ঘোষ একাধারে অনেক প্রতিভার অধিকারী। সেকথা আবার তিনি প্রমাণ করলেন। আসন্ন দুর্গোৎসব। তাঁর আগেই নিজের নতুন গান প্রসঙ্গে জানালেন তিনি। পুজোর আগে প্রেমের গান প্রসঙ্গে কী বললেন কুণাল?
তিনি সমাজের নানা প্রসঙ্গে মন্তব্য রাখেন। শেষ কিছুদিন ধরে, আরজি কর কাণ্ডের ক্ষেত্রে সরব হয়েছেন তিনি। নানা ধরনের মন্তব্যের পাশাপাশি শেষ কিছুদিনে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সে কারণে বেশ আলোচনায় ছিলেন।
আর আজ জানালেন, নতুন গানের নেপথ্যে রয়েছে তাঁর হাত। পুজো উপলক্ষে এই বিশেষ গান লিখেছেন তিনি। আর গেয়েছেন রূপঙ্করের মতো শিল্পীরা। কুণাল রূপঙ্করের সঙ্গে ছবি শেয়ার করেই জানালেন...
"এবার পুজোতে তিনটি নতুন গান। আজ প্রকাশ। দুটি নিখাদ প্রেমের। একটি নারীশক্তির উত্থান, প্রতিষ্ঠা, অধিকারের। তিনটিই আমার লেখা। গেয়েছেন রূপঙ্কর, অভিজিৎ, শিউলি, তপোমিতা। প্রেমের দুই গানে সুর আমার। অন্যটি গৌতমের। যন্ত্রাণুসঙ্গ আয়োজন গৌতম-শমীক।"
এবার পুজোতে তিনটি নতুন গান। আজ প্রকাশ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 22, 2024
দুটি নিখাদ প্রেমের। একটি নারীশক্তির উত্থান, প্রতিষ্ঠা, অধিকারের। তিনটিই আমার লেখা। গেয়েছেন রূপঙ্কর, অভিজিৎ, শিউলি, তপোমিতা। প্রেমের দুই গানে সুর আমার। অন্যটি গৌতমের। যন্ত্রাণুসঙ্গ আয়োজন গৌতম-শমীক। এই প্রথম বাংলা গানের vdo এআই প্রযুক্তির। pic.twitter.com/xhIloxlOQv
তিনি সাফ জানিয়েছেন, যে এই গান জাগরণের গান। এদিকে, কুণালকে গীতিকার রূপে দেখে অনেকেই নানা মন্তব্য রেখেছেন। কেউ বলছেন, "আপনারা সবাই দেখি বহুমুখী প্রতিভার ছড়াছড়ি।" কেউ বলছেন, "জেলের গান নেই?" আবার কেউ বলছেন, "চুরির গান কবে বেরবে?" আবার কেউ কেউ তো, বাংলার জনগণকে আর কী কী দেখতে হবে?
যদিও বা, কেউ কেউ বেশ আগ্রহী এই নতুন গান শুনতে চেয়ে। তাঁদের কথায়, প্রচার পাবে আশা করি এই গান।