লাল কাপতান ট্রেলার: নিষ্ঠুর ঘাতকের ভূমিকায় সইফ

কেরিয়ারের সোনালী অধ্যায়ে রয়েছেন সইফ আলি খান। নেটফ্লিক্স সিরিজ 'সেক্রেড গেমস' সারা দুনিয়ায় সাফল্য পাওয়ার পর, এবার 'লাল কাপতান' ছবিতে ছাপ ফেলার মতো চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

কেরিয়ারের সোনালী অধ্যায়ে রয়েছেন সইফ আলি খান। নেটফ্লিক্স সিরিজ 'সেক্রেড গেমস' সারা দুনিয়ায় সাফল্য পাওয়ার পর, এবার 'লাল কাপতান' ছবিতে ছাপ ফেলার মতো চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Laal Kaptaan

'লাল কাপতান' ছবিতে সইফ আলি খান।

সইফ আলি খানের ছবি লাল কাপতান-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে অবশ্য নাম দেওয়া রয়েছে দ্য হান্ট এবং আরও একবার সইফ অভিনীত চরিত্র তাঁকে সমালোচনার শীর্ষে নিয়ে এসেছে।

Advertisment

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে ঘোড়ায় চেপে জনমানব শূণ্য, রুক্ষ জায়গার উপর দিয়ে একটি মৃতদেহকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন সইফ। কিছু ব্রিটিশ সৈন্যদেরও দেখা যাচ্ছে ট্রেলারে, যা দেখে আন্দাজ করা যাচ্ছে স্বাধীনতার আগের সময়কেই তুলে ধরা হচ্ছে ছবিতে।

Advertisment

আরও পড়ুন, মাস্ট ওয়াচ তাপসী-ভূমির নতুন ছবি! সামনে এল ‘ষান্ড কি আঁখ’ ট্রেলার

কেরিয়ারের সোনালী অধ্যায়ে রয়েছেন সইফ আলি খান। নেটফ্লিক্স সিরিজ 'সেক্রেড গেমস' সারা দুনিয়ায় সাফল্য পাওয়ার পর, এবার 'লাল কাপতান' ছবিতে ছাপ ফেলার মতো চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

লাল কাপতান ছাড়াও সইফ আলি খানকে দেখা যাবে 'দিল বেচারা', 'জওয়ানি জানেমন' এনং 'তানাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র'। এর আগে 'ওমকারা', 'বিয়িং কিউরিয়াস', 'গো গোয়া গন'-এর মতো ছবিতে সইফের চরিত্র তাক লাগিয়ে দেবে।

আরও পড়ুন, হাতছাড়া ৫০ লক্ষ! পুরাণের কোন প্রশ্নে হোঁচট খেলেন ঊষা?

নভদীপ সিংয়ের পরিচালনায়, 'লাল কাপতান' ছবি প্রযোজনা করেছে কালার ইয়লো প্রোডাকশন এবং এরস ইন্টারন্যাশানাল। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন দীপক ভেঙ্কটেশ এবং নভদীপ সিং। ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'লাল কাপতান'।

Read the full story in English 

bollywood movie