Advertisment

সংস্কৃত শ্লোক টুইট করলেন লেডি গাগা, ভক্তরা লিখলেন 'জয় শ্রীরাম'!

Lady Gaga: আন্তর্জাতিক সঙ্গীত তারকা লেডি গাগা তাঁর টুইটারে হ্যান্ডলে লিখেছিলেন একটি সংস্কৃত শ্লোক। বেশিরভাগই তার মানে বুঝতে পারলেন না। ওদিকে বেশ কিছু ভারতীয় সেখানেও তুললেন 'জয় শ্রীরাম' ধ্বনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Lady Gaga tweets Sanskrit Shloka Indians reply Jai Shree Ram

লেডি গাগা-র ছবি তাঁর সোশাল মিডিয়া প্রোফাইল থেকে।

Lady Gaga Sanskrit Shloka tweet: লেডি গাগা তাঁর সাঙ্গিতীক জীবনে বহু বার নানা বিতর্কে জড়িয়েছেন। এবার ঠিক সরাসরি বিতর্কে নয় কিন্তু একটি বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন। টুইটার হ্যান্ডলে তিনি হঠাৎই লেখেন একটি সংস্কৃত শ্লোক। তাঁর বিদেশি ভক্তদের অনেকেই সেটাকে ধরে নিলেন কোনও কোড মেসেজ হবে হয়তো। তাঁরা ওই টুইটের উত্তরে নানা মজার মজার উত্তর লিখতে শুরু করলেন। ওদিকে টুইটারে বেশ কিছু ভারতীয় ভক্ত সোৎসাহে লিখলেন 'জয় শ্রীরাম'।

Advertisment

সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শন পাশ্চাত্যে বহুচর্চিত। এই নিয়ে জার্মান পণ্ডিত ম্যাক্সমুলারের যেমন বহু উল্লেখযোগ্য কাজ রয়েছে, তেমনই ঔপনিবেশিক পর্যায় থেকেই ইংরেজি ভাষার বহু সাহিত্যিক ও তাত্ত্বিকরা সংস্কৃত ভাষা, সাহিত্য ও দর্শন নিয়ে চর্চা শুরু করেন। ইওরোপ বা মার্কিন মুলুকে যাঁরা ভারতীয় দর্শন নিয়ে নিয়মিত পড়াশোনা করেন, তাঁরা বহু সংস্কৃত শ্লোকের সঙ্গে পরিচিত, যে শ্লোকগুলি এদেশেও বহুলপ্রচলিত। এই শ্লোকের সঙ্গে কোনও বিশেষ দেবদেবী বা কোনও ধর্মের সম্পর্ক কম। সাধারণভাবে জীবনদর্শনের কথা বলে এই শ্লোকগুলি।

Indian fan repplies to Lady Gaga tweet লেডি গাগার টুইটে ভারতীয় ভক্তের উত্তর।

আরও পড়ুন: ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর ‘ভেঙে’ পড়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

তেমনই একটি শ্লোক হল-- 'লোকা সমস্তা সুখিনু ভবন্তু'। এই শ্লোকের অর্থ হল-- 'সমস্ত মানুষের জীবনে সুখ নেমে আসুক'। লেডি গাগা এই শ্লোকটি রোমান হরফে টুইট করার পরে নানা মজার মজার কাণ্ড ঘটতে লাগল টুইটারে। তাঁর বিদেশি ভক্তদের বেশিরভাগই এই টুইটের মাথামুণ্ডু বোঝেননি। অনেকেই ভেবেছেন এটা কোনও কোড বুঝি। একজন লিখেছেন-- এটা কি সংস্কৃতে বলছে যে এলজি৬ তাড়াতাড়ি আসছে?

আবার অনেকেই গুগল ট্রান্সলেট ব্যবহার করার প্রসঙ্গ তুলে ট্রোল করেছেন গায়িকাকে। কিন্তু লেডি গাগার ভারতীয় ভক্তদের কয়েকজন সংস্কৃত টুইট দেখে খুবই খুশি হয়েছেন, বলাই বাহুল্য। একজন লিখেছেন-- 'আজ সে তুম গঙ্গা হো' (মানে গাগা থেকে গঙ্গা আর কী!)। আবার কেউ লিখেছেন যে ভারতীয়রা সংস্কৃত ভাষার গুরুত্ব ভুলে যাচ্ছেন আর সেখানে আপনি সংস্কৃত শ্লোক টুইট করছেন, যা খুবই প্রশংসনীয়।

Indian fan repplies to Lady Gaga tweet উত্তরে উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি।

আরও পড়ুন: দক্ষিণী ছবির জগৎ কেন বঞ্চিত? প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে প্রশ্ন চিরঞ্জীবীর পুত্রবধূর

কিন্তু সে সব বাদ দিয়ে, কয়েকজন ভারতীয় ভক্ত 'জয় শ্রীরা'ম ধ্বনি তুলেছেন টুইটার হ্যান্ডলে। এঁরা সম্ভবত সংস্কৃত ভাষা দেখে এতটাই আনন্দিত হয়েছেন যে কীভাবে তাঁদের ভাব প্রকাশ করবেন তা বুঝতে পারেননি। তাই রাম, রামরাজ্য, হিন্দুত্ব, ভারতীয়ত্ব, ভারতীয় দর্শন-- সবকিছুকেই মিলেমিশে একাকার করে দিয়ে, তাঁদের মতো করে আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু লেডি গাগা কি জানেন এদেশের সাম্প্রতিক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে 'জয় শ্রীরাম' ধ্বনির তাৎপর্য? তা অবশ্য জানা যায়নি। আর ঠিক কী কারণেই বা হঠাৎ সংস্কৃত শ্লোক লিখতে গেলেন টুইটে, সেটাও জানা যায়নি এখনও পর্যন্ত।

Music
Advertisment