Advertisment
Presenting Partner
Desktop GIF

'এই বছরেই বিয়ে করছেন রণবীর-আলিয়া', ফাঁস করলেন লারা দত্ত

কবে চার হাত এক হবে? লারার মন্তব্যে শোরগোল ইন্ডাস্ট্রিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lara Dutta, Ranbir Kapoor, Alia Bhatt, bollywood, লারা দত্ত, রণবীর কাপুর, আলিয়া ভাট, bengali news today

বিয়ে করছেন রণবীর-আলিয়া', ফাঁস করলেন লারা দত্ত

বছর তিনেক হল কাপুর-নন্দনের প্রেম হাবুডুবু খাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে এর আগে কোনও অভিনেত্রীর সম্পর্কই এতদিন চলেনি। ওদিকে কাপুর পরিবারের সঙ্গেও ভাট-কন্যার বেজায় ভাব। বাড়ির সব অনুষ্ঠান, পার্টিতেই উপস্থিত থাকেন অভিনেত্রী। তাই অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, কবে চার হাত এক হবে? গত দু'বছর ধরেই শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন। এবার তারকাজুটির বিয়ের কথা ফাঁস করলেন লারা দত্ত (Lara Dutta)।

Advertisment

সম্প্রতি 'বেলবটম' সিনেমার ট্রেলার ইন্দিরা গান্ধি-রূপী লারা দত্তকে বেজায় মনে ধরেছে দর্শকদের। অতঃপর, গত কয়েক দিন ধরেই তিনি সংবাদের শিরোনামে। নেটদুনিয়াতেও অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সিনেদর্শকরা। সেই অভিনেত্রী-ই 'টাইমস নাও'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে।

<আরও পড়ুন: নামবিভ্রাটে কেলেঙ্কারি! রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে নাম জড়ালো অনির্বাণ ভট্টাচার্যের>

লারার সাফ কথা, "আমি আগের জেনারেশন অভিনেত্রী। তাই এই প্রজন্মের কে কার সঙ্গে প্রেম করছেন, সেসব আমাকে জিজ্ঞেস করে কোনও লাই নেই। কারণ, আমি সেসম্পর্কে কিছুই জানি না এবং বলতেও পারব না। এমনকী, যাঁদের কথা শুনেছিলেন তাঁরা বর্তমানে একসঙ্গে রয়েছেন কিনা, সেটাও বলতে পারব না।" সেই কথা প্রসঙ্গেই উঠে এসেছিল রণবীর-আলিয়ার বিয়ের কথা। লারাকে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠলেন, "আমার মনে হয় ওঁরা চলতি বছরেই বিয়ে করছেন।"

উল্লেখ্য, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' সিনেমার সেটেই আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের প্রেমের সূত্রপাত। সেই সিনেমা বছর তিনেক ধরে এখনও মুক্তির অপেক্ষায়। এর মাঝে আলিয়া বেশ কয়েকটা ছবির কাজ করে ফেললেও, রণবীরকে কিন্তু তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি। তা লারা দত্তর কথাটা কি সত্যি যে, চলতি বছরেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া? নেটদুনিয়া এখন সেই প্রশ্নেই উত্তাল। যদিও তারকাজুটি এই খবরে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

alia bhatt ranbir kapoor Lara Dutta
Advertisment