/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/password-wrap.jpg)
'পাসওয়ার্ড' ছবির শুটিং শেষ। ছবি- ইনস্টাগ্রাম
কিডন্যাপ মুক্তির পর থেকেই তোড়জোড় শুরু হয়েছিল 'পাসওয়ার্ড'-এর। এক্কেবারে শুটিং শেষ করেই দম নিলেন প্রযোজক। ব্যাংকক থেকে ছবিও পোস্ট করলেন দেব। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সাই-ফাই থ্রিলার 'পাসওয়ার্ড'। পুরুলিয়াতেও হয়েছে এই ছবির শুটিং।
ডার্ক ওয়েব নিয়ে কাজ করছেন কমলেশ্বর। ছবিতে দেব সাইবার ক্রাইম বিভাগের প্রধান এবং রুক্মিণী মৈত্র এথিক্যাল হ্যাকারের চরিত্রে। ডিপ ওয়েবের স্ট্র্যাটিজিস্ট অদৃত, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নান শেড দেখতে পাওয়া যাবে এই ছবিতে। এছাড়াও 'পাসওয়ার্ড'-এ রয়েছেন পাওলি দাম।
View this post on InstagramLast day shoot...#Password in the making❤️
A post shared by Dev Adhikari (@imdevadhikari) on
আরও পড়ুন, মধুচন্দ্রিমায় নুসরত-নিখিল! কোথায় গেলেন?
ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম নিশা, পরমব্রত ইসমাইলভ। ছবিটা সম্পর্কে দেব আগে বলেছিলেন, “একটা ছবি ৩০০ বছর আগের ছবি, সঙ্গে সঙ্গে পরেরটা সময়ের চেয়ে এগিয়ে। অনলাইন ফ্রড এবং ডার্ক ওয়েব মানুষের অন্ধকার ভবিষ্যত।” পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “ডিজিটাল সার্ভিলেন্স বা প্রযুক্তি প্রহরার ওপর ছবিটা তৈরি করছি। দেব এগিয়ে এসেছে এটাই অকল্পনীয়।”
আলোচ্য ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন রানা। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন স্যাভি। তবে দেবের সঙ্গে প্রথমবার কাজ করছেন না পরমব্রত ও পাওলি, এর আগেও ‘জুলফিকর’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং শুরু হওয়ার কথা আগামী মাসেই। এবছর পুজোয় মুক্তি পাচ্ছে 'পাসওয়ার্ড'।