Advertisment
Presenting Partner
Desktop GIF

লতার অন্ত্যেষ্টিতে কি 'থুতু' দিয়েছেন শাহরুখ? ছবি দিয়ে আক্রমণ বিজেপি নেতার

সুরসম্রাজ্ঞীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দোয়া বা প্রার্থনা করতে দেখা যায় শাহরুখকে। ভাইরাল ছবি ঘিরেই বিতর্ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

সুরসম্রাজ্ঞীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দোয়া বা প্রার্থনা করতে দেখা যায় শাহরুখকে। যা দেখে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির গভীরতা খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে এখনও শোকমগ্ন গোটা দেশ। তার মধ্যেই নেটিজেনদের চর্চায় উঠে এলেন শাহরুখ খান। আর পাঁচ জন লতা-অনুরাগীর তালিকায় রয়েছেন বলিউডের কিং খানও। লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভেঙে পড়ছিল সমগ্র বলিউড। অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের তারকা এবং অসংখ্য অনুরাগী। কিং খানও ছিলেন সেই দলে।

Advertisment

হিন্দু রীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে লতা মঙ্গেশকরের। বলিউড কোনওদিন সাম্প্রদায়িক বাছবিচার করেনি। সেই রীতি মেনে সুরসম্রাজ্ঞীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দোয়া বা প্রার্থনা করতে দেখা যায় শাহরুখকে। যা দেখে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির গভীরতা খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

তবে, সবাই যে সেই দলে পড়েন, এমনটা না। অনেকে আবার হিন্দুরীতিতে অন্ত্যেষ্টির মধ্যে শাহরুখের মুসলিম রীতিতে প্রার্থনা দেখে সমালোচনাও করেছেন। যেমন হরিয়ানার বিজেপি সভাপতি অরুণ যাদব। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে শাহরুখের প্রার্থনার ছবি দিয়ে অরুণ যাদব শাহরুখের উদ্দেশ্যে লিখেছেন, 'উনি কি থুতু ফেলছেন ?' উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র প্রশান্ত উমরাওকেও দেখা গিয়েছে, অরুণ যাদবকেই সমর্থন করতে।

বড় থেকে ছোট পরদা। বহুদিন ধরেই দেশের সিনে সংস্কৃতি বলিউডের ঈশারায় হাঁটে। তাই বলিউডকে কবজায় আনতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন হিন্দুত্ববাদীরা। এজন্য অতীতে বলিউডের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের ব্যক্তিগত আক্রমণ করতেও সংঘ পরিবার পিছপা হয়নি। তবে, অনেকেই এমন আক্রমণ এবং বলিউডের ওপর দখলদারির চেষ্টাকে ধিক্কার জানিয়েছেন। লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিতে শাহরুখের প্রার্থনাকে যেভাবে হিন্দুত্ববাদীদের একাংশ সাম্প্রদায়িকতার চেহারা দিতে চাইছেন, স্বভাবতই তাতে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পালটা আক্রমণের মাধ্যমেই হিন্দুত্ববাদীদের বিরোধিতা করেছেন।

আরও পড়ুন ‘দিদি আর আমি…!’, লতার সঙ্গে শৈশবের স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট আশার

এমনই একজন ক্ষুব্ধ নেটিজেন লিখেছেন, 'এই সব অবাস্তববাদী লোকজন মনে করেন যে দেশের একজন প্রথমসারির ব্যক্তিত্ব একজন ভারতরত্নের মরদেহে গণমাধ্যমের সামনে থুতু ফেলবেন!' শাহরুখের প্রার্থনার যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, সেখানে তাঁর সঙ্গে আছেন ম্যানেজার পূজা দাদলানিও। ছবিতে শাহরুখকে যখন মুসলিম রীতিতে প্রার্থনা করতে দেখা গিয়েছে, সেই সময় পাশেই দাঁড়ানো পূজাকে দেখা গিয়েছে হিন্দু রীতিতে প্রার্থনা করতে। যা ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের বাস্তব ছবি বলেই দাবি করেছেন বহু নেটিজেন।

আরও পড়ুন লতাকে ‘সহস্রাব্দের কণ্ঠ’ বলে সম্বোধন করেছিলেন অমিতাভ, ভাইরাল সেই পুরনো ভিডিও

দেশের বাম রাজনীতির নবীন মুখেদের অন্যতম ঐশী ঘোষ এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়ায় হিন্দুত্ববাদীদের কটাক্ষ করেছেন। ঐশী লিখেছেন, ' কোনও ঘৃণাই একে জিততে পারে না।' একথা লেখার পাশাপাশি একইসঙ্গে দুই সম্প্রদায়ের রীতিতে প্রার্থনাকে ভালবাসার চিহ্ন দিয়ে সমর্থন করার কথাও বুঝিয়েছেন ঐশী। উত্তরপ্রদেশে তৃণমূলের অন্যতম মুখ ললিতেশপতি ত্রিপাঠি আবার শাহরুখের এই প্রার্থনাকে, 'হিন্দুস্তানিয়ত্বের জন্য দোয়া' বলে মন্তব্য করেছেন।

Lata Mangeshkar death Lata Mangeshkar Last Rite
Advertisment