Advertisment
Presenting Partner
Desktop GIF

আর ভেন্টিলেশন সাপোর্ট নয়, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির উন্নতি

বর্ষীয়ান গায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে কী বললেন চিকিৎসকরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lata Mangeshkar, Lata Mangeshkar health update, Lata Mangeshkar hospitalized, লতা মঙ্গেশকর, করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, লতার শারীরিক পরিস্থিতি, bengali news today

লতা মঙ্গেশকর। ফাইল ছবি

বিগত ১৯ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Health Update)। কিংবদন্তী গায়িকার শারীরিক পরস্থিতির অবনতির জন্য চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে রাখতে হয়েছিল তাঁকে। লতার আরোগ্য কামনায় রত হয়েছিলেন বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিরাও। অনুরাগীরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে, দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন গায়িকা। বৃহস্পতিবার বেলায় আশার খবর শোনালেন ডাক্তাররা।

Advertisment

এদিন গায়িকার পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে, চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন কিংবদন্তী গায়িকা। এখন আর ভেন্টিলেশনে নেই লতা মঙ্গেশকর। তবে ভেন্টিলেশন বন্ধ করে দিলেও আপাতত আইসিইউতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ডাক্তার প্রতীত সামদানির তত্ত্বাবধানেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর। যাঁরা বর্ষীয়ান গায়িকার আরোগ্য কামনা করেছিলেন, পরিবারের তরফে তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানো হয়েছে।

<আরও পড়ুন: ‘Death on the Nile’-এর প্রোমো শেয়ার করলেন আলি ফজল, অনুরাগীরা বলছেন, ‘গুড্ডু ভাইয়ার প্রত্যাবর্তন’>

প্রসঙ্গত, জানুয়ারি মাসের গোড়ার দিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা। তার দিন কয়েক বাদেই জানানো হয়েছিল যে, গায়িকার বয়সের কথা মাথায় রেখে আপাতত ১০-১২ দিন তাঁকে আইসিইউ পর্যবেক্ষণেই রাখা হবে। ১৯ জানুয়ারি হাসপাতালের তরফে জানানো হয়, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দিন কয়েক ধরেই স্বাভাবিক খাবার খেতে পারছেন। চিকিৎসাতেও ভালই সাড়া দিচ্ছেন। আজ গায়িকার পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁকে এখন আর ভেন্টিলেশনে রাখা হচ্ছে না। অতঃপর, অনুরাগীরা এখন অপেক্ষায় দিন গুনছেন যে, কবে সুরসম্রাজ্ঞী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Lata Mangeshkar Entertainment News
Advertisment