গত মঙ্গলবারই লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি সুরসম্রাজ্ঞী। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত তিনি। বর্ষীয়াণ শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে কী বলছেন চিকিৎসক?
হাসপাতাল সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম জানতে পেরেছে যে লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দিন কয়েক ধরেই যথাযথ খাবার খেতে পারছেন তিনি। চিকিৎসাতেও ভালই সাড়া দিচ্ছেন। আপাতত ভেন্টিলেশনেও নেই তিনি।
অন্যদিকে, মঙ্গেশকরের মুখপাত্র অনুষা শ্রীনিবাসন আইয়ার জানান, সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। আপাতত আরও দিন কয়েক আইসিইউ পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে। তাঁর বয়সের কথা মাথায় রেখেই বাড়ি ফেরার আগে তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাইছেন ডাক্তাররা।
<আরও পড়ুন: আরিয়ানের জেলমুক্তির পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখ, শোনালেন সাফল্যের কথা, দেখুন>
প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপও বর্ষীয়ান শিল্পীর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন। এপ্রসঙ্গে তিনি জানান, "লতা মঙ্গেশকর সুস্থ হয়ে উঠছেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে আমার কথা হয়েছে। ওঁরা যেন লতাজির শারীরিক পরিস্থিতির খবরাখবর দিতে থাকেন, সেই আর্জিও জানিয়েছি।"
উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে বলিউডে একের পর প্রবীণ-নবীন শিল্পী আক্রান্ত। বর্ষীয়ান গায়িকার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা দেশ। তাঁর আরোগ্য কামনায় রত হয়েছেন রাজনৈতিক নেতা-ব্যক্তিত্ব, বিনোদুনিয়া থেকে অনুরাগীরা। কেমন আছেন লতা মঙ্গেশকর এখন? গায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে বেজায় উদ্বিগ্ন সকলে। বুধবার হাসপাতালের তরফে দেওয়া খবরে জানা গেল, "সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।"