জানুয়ারি মাসের গোড়ার দিকেই করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তখন থেকেই ভর্তি রয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। তবে সম্প্রতি প্রবাদপ্রতীম গায়িকার শারীরিক পরিস্থিতর উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকরাও। তবে বসন্ত পঞ্চমীতে সরস্বতীর বরকন্যা লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির ফের অবনতি। চিকিৎসকরা জানান, গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক। সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁর আরোগ্য কামনায় রত হয়েছেন। এদিকে শনিবার সন্ধেবেলা দিদি লতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন আশা ভোঁসলে (Asha Bhosle)।
প্রসঙ্গত, লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি থাকাকালীনই তাঁর মঙ্গলকামনা করে বাড়িতে বিশেষ পুজো করিয়েছিলেন বোন আশা। নবতিপর গায়িকার পেদ্দার রোডের বাড়ি প্রভুকুঞ্জে গিয়ে হোম-যজ্ঞ করান আশা। জানান, "ভগবান শিবের পুজোপাঠ করা হচ্ছে বাড়িতে, যাতে দিদি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।" শনিবার বেলায় তাই আচমকাই কিংবদন্তী গায়িকার সঙ্কটজনক পরিস্থিতির খবর পোঁছতেই হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানালেন, "দিদির শরীর একটু ঠিক আছে এখন।"
<আরও পড়ুন: সরস্বতীপুজোয় ভিন্ন অবতারে ধরা দিলেন ‘ডক্টর বক্সী’ পরমব্রত, দেখুন রোমাঞ্চকর টিজার>
উল্লেখ্য, এদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে জানান, "আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওঁর অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।"
গত সপ্তাহেই জানানো হয়েছিল যে, করোনাভাইরাস মুক্ত হয়েছেন লতা, নিউমোনিয়ার লক্ষণও নেই। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ভেন্টিলেশন থেকে তাঁকে সরানো হয়।
ভারতের ‘নাইটেঙ্গেল’ হিসাবে পরিচিত লতা মঙ্গেশকর। ভারতরত্ন সম্মানে ভূষিত তিনি। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারও। সেরা প্লে-ব্যাকের জন্য তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কারও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন