Mukul Dev Last Rites: শুক্রবার সিনেদুনিয়ায় চরম দুঃসংবাদ! মাত্র ৫৪ বছরে নিভল জীবন প্রদীপ। হিন্দি সিরিয়াল, সিনেমা থেকে পঞ্জাবি মুভি, বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের জুড়ি মেলা ভার। তিনি বিশিষ্ট অভিনেতা মুকুল দেব। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে। কিন্তু, কী কারণে মাত্র ৫৪-তেই চিরনিদ্রায় চলে গেলেন মুকুল। কিন্তু, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন অভিনেতা রাহুল দেব। সেই সঙ্গে জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটায় মুকুল দেবের শেষকৃত্য সম্পন্ন হবে। ইনস্টা স্টোরিতে কী লিখেছেন রাহুল দেব? গভীর শোকপ্রকাশ করে জানিয়েছেন, 'আমাদের সকলের প্রিয় ভাই গতকাল রাতে দিল্লিতে শান্তির মৃত্যু বরণ করেছেন। একমাত্র মেয়ে সিয়া দেবের সঙ্গে থাকতেন মুকুল। মৃত্যুর সময় রেখে গেলেন রেশমি কৌশল, রাহুল দেব ও ভাইপো সিদ্ধান্ত দেব। বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে।'
/indian-express-bangla/media/post_attachments/0ba10e45-3e9.jpg)
অভিনেতা Vindu Dara Singh-ও মুকুলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, 'ওঁর মা-বাবার মৃত্যুর পর একাই থাকতেন। বাড়ির বাইরে সেভাবে বেরতেন না। কারও সঙ্গে দেখাও করতেন না। বিগত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন। ওঁর ভাই এবং যাঁরা ওকে চেনেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। ভীষণ ভাল মানুষ ছিলেন। আমরা সকলে ওকে খুব মিস করব।'
আরও পড়ুন 'বাংলা বলতে অসুবিধা হত তবে...', মুকুলের অকাল মৃত্যুতে স্মৃতিচারণায় বাঙালি পরিচালক রাজা চন্দ
বাঙালি পরিচালক রাজা চন্দের সঙ্গেও তিনটি বাংলা ছবিতে কাজ করেছিলেন। অতীতের পাতা থেকে টুকরো স্মৃতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক। তিনি বলেন, 'মুকুল দেবের সঙ্গে আমার প্রথম কাজ 'রংবাজ'। তারপর 'বচ্চন' আর 'সুলতান', এই তিনটি ছবিতে মুকুল দেবের সঙ্গে কাজ করেছিলাম। রাহুল দেব, মুকুল দেব দুই ভাইয়ের সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক ছিল। দুজনেই আমার সঙ্গে কাজ করেছেন। মুকুল দেব খুব ভাল অভিনেতা ছিলেন। বাংলা বলতে একটু অসুবিধা হত তবুও চেষ্টায় কোনও ত্রুটি রাখতেন না। ইংরাজিতে সংলাপ লিখে নিতেন।'
মুকুলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে লিখেছেন, 'আমার মনের কী অবস্থা তা লিখে বোঝাতে পারব না। মুকুল ছিল আমার ভাইয়ের মতো। অসাধারণ অভিনয় দক্ষতা। কাজের প্রতি একগ্রতা সত্যিই অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল। বয়সটা খুবই কম। এই কঠিন সময়ে ওঁর পরিবার যেন লড়াই করার শক্তি পায়। প্রত্যেকের কাছে এটা বিরাট ক্ষতি। যতদিন আমাদের দেখা না হয়, তোমাকে খুব মিস করব আমার জান...। ওম শান্তি।'