Raja Chanda-Mukul Dev: 'বাংলা বলতে অসুবিধা হত তবে...', মুকুলের অকাল মৃত্যুতে স্মৃতিচারণায় বাঙালি পরিচালক রাজা চন্দ

Mukul Dev Sudden Death: বেশ কিছু বাংলা সিনেমায় মুকুলের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। বাংলা ছবির অন্যতন জনপ্রিয় পরিচালক রাজা চন্দের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় স্মৃতিচারণা পরিচালক রাজা চন্দের।

Mukul Dev Sudden Death: বেশ কিছু বাংলা সিনেমায় মুকুলের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। বাংলা ছবির অন্যতন জনপ্রিয় পরিচালক রাজা চন্দের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় স্মৃতিচারণা পরিচালক রাজা চন্দের।

author-image
Kasturi Kundu
New Update
অল্প বয়সে এমন একজন প্রতিভাবান অভিনেতা চলে গেলেন

অল্প বয়সে এমন একজন প্রতিভাবান অভিনেতা চলে গেলেন: রাজা চন্দ

Mukul Dev Death: শনিবারের সকাল, চরম দুঃসংবাদ বলিউডে। মাত্র ৫৪-তেই থামল পথ চলা। অকাল প্রয়াণ অভিনেতা মুকুল দেবের। সিরিয়াল, সিনেমায় সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। হিন্দি মেগা, চলচ্চিত্রের পাশাপাশি বাংলা, পঞ্জাবি ভাষার ছবিতেও একাধিক কাজ করেছেন। মুকুলের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। কিন্তু, আর কখনও টেলিভিশন বা সিনেমার পর্দায় মুকুল দেবের অভিনয় দেখবে না দর্শক। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া বিটাউনে। মনোজ বাজপেয়ী থেকে ইন্ডাস্ট্রির স্বতীর্থরা সোশ্যাল মিডিয়ায় গভীর শোকজ্ঞাপন করেছেন। বাংলা ছবির দর্শকের কাছেও অত্যন্ত পরিচিত মুখ মুকুল দেব। বেশ কিছু বাংলা সিনেমায় মুকুলের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। বাংলা ছবির অন্যতন জনপ্রিয় পরিচালক রাজা চন্দের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব।

Advertisment

অভিনেতাকে অনেকটাই কাছ থেকে দেখেছেন পরিচালক। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে মন খারাপ রাজা চন্দেরও। অতীতের পাতা থেকে টুকরো স্মৃতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক। তিনি বলেন, 'মুকুল দেবের সঙ্গে আমার প্রথম কাজ 'রংবাজ'। তারপর 'বচ্চন' আর 'সুলতান', এই তিনটি ছবিতে মুকুল দেবের সঙ্গে কাজ করেছিলাম। রাহুল দেব, মুকুল দেব দুই ভাইয়ের সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক ছিল। দুজনেই আমার সঙ্গে কাজ করেছেন। মুকুল দেব খুব ভাল অভিনেতা ছিলেন। বাংলা বলতে একটু অসুবিধা হত তবুও চেষ্টায় কোনও ত্রুটি রাখতেন না। ইংরাজিতে সংলাপ লিখে নিতেন।'

আরও পড়ুন ৫৪-তে চিরঘুমের দেশে, অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার! শোকস্তব্ধ বিটাউন

স্মৃতিচারণা করে বলেন, 'ব্যাংককে শুটিংয়ের সময় একটা বিষয়ে মুকুল দেবের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল। ঠিক কী কারণে হয়েছিল সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু, পরে আবার আমাদের সম্পর্ক ভাল হয়ে যায়। মুকুল দেব বলতেন, তিনি দাদা রাহুল দেবকে খুব সম্মান করেন, ভয়ও পান। উনি দাদাকে খুব সমীহ করে চলতেন। আমি যতদূর জানি ওঁর ফ্যামিলি খুবই শিক্ষিত। দিল্লিতে থাকতেন। কাজের সূত্রে মুম্বই আসা। মুকুলের সঙ্গে  কাজের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এত অল্প বয়সে এমন একজন প্রতিভাবান অভিনেতা চলে গেলেন! খবরটা শুনে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছে। খুবই বেদনাদায়ক একটি ঘটনা।' 

Advertisment

আরও পড়ুন ICU-তেই সব শেষ! অকাল প্রয়াণ সলমনের সহ অভিনেতার, অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন মুকুল?

TV Actor Raja Chanda Hindi Television Bollywood Actor hindi serial actor death news Mukul Dev