/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-husband-2025-06-28-13-32-25.jpg)
যা বললেন পরাগ...
বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে শোকাহত করেছিল। জনপ্রিয় মিউজিক ভিডিও 'কাঁটা লাগা'- এর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা এই অভিনেত্রী চলতি বছরের জুন মাসে হঠাৎ চলে জান না ফেরার দেশে। তাঁর মৃত্যুর পরপরই একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, খালি পেটে অ্যান্টি-এজিং ওষুধ খাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কয়েক মাস পর সামনে এসে স্বামী পরাগ ত্যাগী এই সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেল 'শেফালি পরাগ ত্যাগি'তে-তে প্রকাশিত এক ভিডিওতে পরাগ জানান, শেফালি কোনো অ্যান্টি-এজিং ওষুধ নিতেন না। তিনি মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন ও গ্লুটাথিয়ন নিতেন- যা আসলে শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট। তাঁর কথায়, "শেফালি প্রতিদিন ভিটামিন খেতে চাইত না, তাই এই প্রক্রিয়াই বেছে নিয়েছিল। এটাকে অ্যান্টি-এজিং ওষুধ বলা একেবারেই ভুল।"
Zubeen Garg Death: মানুষের হৃদয়ে নয়, এবার ডিজিটাল স্বাক্ষরেও বেঁচে থাকবে জুবিন, কীভাবে?
মৃত্যুর দিন খালি পেটে ওষুধ সেবনের খবরকেও মিথ্যা দাবি করে তিনি বলেন, "ও সেদিন উপোস করেছিল, তবে পূজা শেষে খেয়েছিল, ঘুম থেকে উঠে আবারও খাবার খেয়েছিল। রাতে নিয়মমতো ডিনারও করেছিল। খালি পেটে ওষুধ খাওয়ার অভিযোগ একেবারেই মিথ্যে।"
শেফালির তারুণ্য আর ফিটনেস নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছে, সেটি নিয়েও পরাগ ক্ষোভ প্রকাশ করেন। "ওর তারুণ্যের রহস্য ছিল নিয়মিত অনুশীলন আর ডায়েট। তবে সে কখনো নিজেকে বঞ্চিত করত না। সপ্তাহে অন্তত দু’বার ১/২ কেজি আইসক্রিম খেত, রবিবার চাইনিজ খাবার খাওয়া ছিল ওর নিয়মিত অভ্যাস।" গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পরাগ অনুরোধ করেন, "মানুষ যেন যাচাই না করে কোনো তথ্য ছড়ায় না। সত্যিটা জেনে তারপর কথা বলুক।"
২০০২ সালে 'কাঁটা লাগা' মিউজিক ভিডিওর মাধ্যমে খ্যাতি পাওয়ার পর শেফালি কয়েকটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি নাচ বলিয়ে ও বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশ নেন। অকাল প্রয়াণে তাঁর ভক্ত ও সহকর্মীরা আজও শোকে ডুবে রয়েছেন।