Bollywood Actress: 'মৃত্যু আসন্ন সেটা বুঝেছিল...', হাসপাতালেই সব শেষ! জাতীয় পুরস্কার জয়ী অভিনত্রীর মর্মান্তিক পরিণতিতে চোখে জল আসবে

Actress Death Reason: মাত্র ৩১ বছর বয়সে প্রসবের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষারকারে বিশিষ্ট সাংবাদিক ভাবনা সময় (Bhawana Somaaya) স্মিতা পাটিলের শেষ দিনের স্মৃতিচারণা করে কী বললেন?

Actress Death Reason: মাত্র ৩১ বছর বয়সে প্রসবের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষারকারে বিশিষ্ট সাংবাদিক ভাবনা সময় (Bhawana Somaaya) স্মিতা পাটিলের শেষ দিনের স্মৃতিচারণা করে কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মৃত্যুর ইঙ্গিত আগেই পেয়েছিলেন?

মৃত্যুর ইঙ্গিত আগেই পেয়েছিলেন?

Actress Tragic Death: স্মিতা পাটিল, ভারতীয় চলচ্চিত্রে যাঁর অনবদ্য অবদান অনস্বীকার্য। অল্পদিনের ফিল্মি কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। অভিনয় দক্ষতা বারবার মুগ্ধ করেছে দর্শককে। ১৯৮৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন এই প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কার এসেছে স্মিতার ঝুলিতে। দু'বার জাতীয় পুরস্কার জয়ী স্মিতা পাটিল ভিন্ন ভাষার ৮০ টি ছবিতে অভিনয় করেছিলেন। হিন্দি, মারাঠি, কন্নড়, বাংলা সব ভাষার ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন লেজেন্ডারি অভিনেত্রী স্মিতা পাটিল। মাত্র ৩১ বছর বয়সে প্রসবের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষারকারে বিশিষ্ট সাংবাদিক ভাবনা সময় (Bhawana Somaaya) স্মিতা পাটিলের শেষ দিনের স্মৃতিচারণা করে বলেন, 'ওঁর শরীর সর্বদাই ভীষণ দুর্বল থাকত।' প্রয়াত অভিনেত্রীর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছিল তারপরই সব শেষ। 

Advertisment

CNN-News 18- কে ভাবনা বলেন, 'আর পাঁচজন সাধারণ মহিলার মতোই সন্তানের দিয়েছিলেন। কিন্তু, স্মিতা বরাবরই খুব দুর্বল। শারীরিক সমস্যা একটা বিরাট ইস্যু ছিল। তবুও সন্তানের সঙ্গে সময় কাটানোর প্রবল বাসনা ছিল। মনে হয় স্বাস্থ্য সম্পর্কে কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। খুব তাড়াতাড়ি শরীর ভেঙে যাচ্ছে আর সব কিছু খুব দ্রুত গতিতে ঘটছে চলেছে।' তিনি আরও জানান, স্মিতা যখন অসুস্থ তখন একটি অনুষ্ঠানে ছিলেন। দুপুরে তাঁর কাছে মেসেজ আছে স্মিতা হাসপাতালে। হাসপাতালে পৌঁছনোর পর দেখেছিলেন অভিনেত্রী আইসিইউ-তে ভেন্টিলেশনে রয়েছেন। 

সম্প্রতি এক সাক্ষাফকারে স্মিতা-রাজ বব্বরের ছেলে প্রতীক বব্বর জানান, মায়ের মৃত্যুর পর তাঁর দায়িত্ব কারা নেবে বাবা নাকি মামারবাড়ির সদস্যরা সেই নিয়ে রীতিমতো টানাপোড়েন চলেছিল। বীরেন্দর চাওলার ইউটিউব চ্যানেলে অভিনেতা বলেন,'প্রতীক হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। তারপর আমার দায়িত্ব নেওয়ার জন্য মা-বাবা দুই পরিবারের মধ্যে লড়াই। পদবী নিয়ে আজও মনোমালিন্য জারি। অবশেষে পাসপোর্টে প্রতীক স্মিতা বব্বর লিখে রক্ষা পাই। ছোট থেকে আমি প্রতীক স্মিতা বব্বর হিসেবেই বড় হয়েছি।'

Advertisment

সিনেমার ক্ষেত্রেও নাম বিভ্রাট নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন। অভিনেতা বলেন, 'প্রথম ছবিতে আমার নাম ছিল প্রতীক বব্বর। পরে ভাবলাম কে বাবা কে মা? পরে ভেবে দেখলাম পাটিলের প্রয়োজন নেই। শুধু প্রতীকটাই ভাল। বেশ কয়েকটা সিনেমায় আমি শুধু প্রতীক  ছিলাম। আমার মধ্য মা-বাবা সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়েছিল। পুরো জীবন আমাকে শুধু কষ্টই দিয়েছে।' 

আরও পড়ুন 'শরীর দেখালেই দর্শক বেশি হবে', বলিউডের 'নোংরা' ভাবনায় বিরক্ত স্মিতা পাটিল, ভাইরাল ভিডিও দেখলে তাজ্জব বনে যাবেন

Bollywood News smita patil death news