Laughter Chef Show: রিয়েলিটি শো অনেক হয়। কিন্তু কিছু কিছু শো আছে যেগুলি মানুষের মন ছুঁয়ে যায়। বিশেষ করে কমেডি শো। কমেডির নামে কাউকে আঘাত করা নয়, কাউকে ছোট করা নয় বরং বেশ কিছু মানুষের উপস্থিতি প্রতি সপ্তাহে আনন্দ দিয়ে গিয়েছে দর্শককে এমন শো খুব কম আছে। যার মধ্যে, অন্যতম লাফটার শেফ ( Laughter Chef )।
এই শো শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই মানুষের মণিকোঠায় স্থান পেতে শুরু করে। যারা যারা এই শোয়ের সদস্য ছিলেন প্রত্যেকেই নিজের উপস্থিতির মাধ্যমে শুধু যে মনোরঞ্জন করেছিলেন এমন নয়, বরং বেশ কিছু ভাল স্মৃতির জন্ম নিয়েছিল। জুটিতে খেলা হয়েছিল এই শো। দেশ বিদেশের নানা রান্নাবান্না তাঁর সঙ্গে লাগামছাড়া কমেডি, মানুষ যেন অপেক্ষা করে বসে থাকতেন এই শোয়ের জন্য। যদিও বা বেশিদিন এই শো চলেনি। দীপাবলির বিশেষ পর্বের মাধ্যমে এর প্রথম সিজন শেষ হয়।
কিন্তু কানাঘুষো খবর, জানুয়ারি মাসের পর আবারও অন এয়ার হতে চলেছে এই শো। আবারও ফিরছে সেই আনলিমিটেড কমেডি! কিন্তু, বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবার এই শোয়ে। তারকা জুটিদের বেশ অদল বদল হতে চলেছে। প্রথম সিজন থেকে অনেকেই নাকি থাকছেন না এই শোয়ে। কারা কারা থাকছেন?
আরও পড়ুন - Rapper Badshah: ট্রাফিক রুল ভেঙে মোটা টাকা জরিমানা! অভিযোগের কী সাফাই দিলেন ব়্যাপার?
জানা যাচ্ছে প্রথম শো থেকে অঙ্কিতা লখণ্ডে এবং তাঁর স্বামী বিকাশ জৈন থাকছেন। কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লেহরি থাকছেন এই শোয়ে। যদিও বা অর্জুন বিজলনি, করণ কুন্দ্রা কিংবা নিয়া শর্মা, জান্নাত জুবেইর এবং বাকিরা থাকছেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। সেই জায়গায় বেশ নতুন কয়েকটি নাম উঠে আসছে। যার মধ্যে, রুবিনা দিলায়ক, এলভিস যাদব, অভিষেক শর্মা, মুনাওয়ার ফারুকী এমনকি, শোনা যাচ্ছে ভিভিয়ান ডি সেনাকেও নাকি এই শোয়ের দ্বিতীয় সিজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
যদিও বা হোস্ট হিসেবে ফের একবার ফিরছেন ভারতী সিং এবং হরপাল সিং। এই বিষয়ে কোনও বদল করেননি চ্যানেল কর্তৃপক্ষ। যদিও বা প্রথম সিজনের জুটিরা যেভাবে ভালবাসা পেয়েছেন তাতে করে নতুনদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।