Leander Paes: নায়িকার সঙ্গে গদগদ প্রেম, তারপরেও সুপারস্টারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক! টেনিস তারকা লিয়েন্ডারের কান্ড চমকে দেবে...

সুন্দরী মহিমা, যিনি বহু যুবকের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, একসময় মন দিয়েছিলেন লিয়েন্ডারকে। টেনিস তারকার আজ জন্মদিন। এবং মহিমার সঙ্গে যে বিশ্রী ভাবে তার ব্রেকআপ হয়েছিল, এই গল্পই আজকে জেনে নেওয়া যাক...

সুন্দরী মহিমা, যিনি বহু যুবকের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, একসময় মন দিয়েছিলেন লিয়েন্ডারকে। টেনিস তারকার আজ জন্মদিন। এবং মহিমার সঙ্গে যে বিশ্রী ভাবে তার ব্রেকআপ হয়েছিল, এই গল্পই আজকে জেনে নেওয়া যাক...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
leander paes mahima

এভাবেও কেউ সম্পর্ক ভাঙতে পারে... Photograph: (Instagram)

Leander Paes: তারকাদের জীবনে কত ধরনের ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে, সম্পর্কে থাকাকালীন ডাবল টাইমিং কিংবা চিটিং অনেক তারকার ভবিষ্যৎ এবং জীবনের দর্শন পাল্টে যায়। এবং তারকাদের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক, বহু আগে থেকে ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে। ভারতের অন্যতম টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ, শুধু যে খেলোয়াড় হিসেবে জনপ্রিয় ছিলেন এমনটা নয়, গরম অভিনেত্রী মহিমা চৌধুরীর সঙ্গে সম্পর্কের কারণেও বারবার শিরোনামে উঠে এসেছিলেন। তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের।

Advertisment

সুন্দরী মহিমা, যিনি বহু যুবকের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, একসময় মন দিয়েছিলেন লিয়েন্ডারকে।  টেনিস তারকার আজ জন্মদিন। এবং মহিমার সঙ্গে যে বিশ্রী ভাবে তার ব্রেকআপ হয়েছিল, এই গল্পই আজকে জেনে নেওয়া যাক। পরদেশ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মহিমা। শাহরুখের নায়িকা হিসেবে সেনসেশন তৈরি করেছিলেন সিলভার স্ক্রীনে। মহিমা এবং লিয়েন্ডার এর সম্পর্ক যখন মধ্য গগনে, ঠিক তখন, সম্পর্কের মোড় ঘুরে যায় অদ্ভুতভাবে। মহিমা অভিযোগ করেছিলেন, সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিহা পিল্লাই এর সঙ্গেই নাকি লিয়েন্ডারের সম্পর্ক দানা বাড়তে শুরু করে।

Actress Health Update: হাসপাতালের করিডোরে ভেঙে পড়লেন অভিনেত্রী, মার…

Advertisment

২০০৩ সালে তাদের সম্পর্ক ভাঙার পেছনে এটাই ছিল আসল কারণ। রিহা পিল্লাই যিনি সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন লিয়েন্ডার। পুরনো একটি সাক্ষাৎকারে মহিমা বলেছিলেন, "আমার বিরাট বড় ঝটকা লেগেছিল যখন আমি জানতে পেরেছিলাম যে ও আমার আড়ালে, অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমার জীবন থেকে চলে গেল আমার জীবনে কোন বদল আসেনি। এমন কি কোন প্রভাব ও পড়েনি লিয়ান্ডারের চলে যাওয়ায়। শুধু আমি আগের থেকে অনেক ম্যাচিওর হয়ে গিয়েছিলাম।"

যত বড়ই টেনিস প্লেয়ার হোক না কেন তিনি, মহিমার কাছে তিনি খুব কাঁচা খেলোয়াড়। অভিনেত্রী বলেছিলেন, "হয়তো দারুণ টেনিস প্লেয়ার ও। কিন্তু আমার সাথে একবারই ভাল খেলা খেলেননি উনি। আরেকটা কথা যেটা না বললেই নয়, আমার মনে হয়, রিহার সঙ্গে ও একই কাজ করেছে। যদিও আমি যখন জানতে পারলাম যে ওই কাজটা করছে, আমার আড়ালে অন্য একজনের সাথে প্রেম করছে, কেন জানিনা খুব একটা আঘাত পাইনি।" 

Bollywood Actor Death: বাবা-মায়ের মৃত্যুর পর ঘিরে ধরে একাকীত্ব, বিবাহবিচ্ছেদে নিঃসঙ্গ অভিনেতার করুণ পরিণতি, গায়ে কাঁটা দেবে...

উল্লেখ্য, মহিমার পরবর্তীতে লিয়েন্ডার পেজ সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী রিয়াকেই বিয়ে করেছিলেন। তাদের একটি ফুটফুটে কন্যা সন্তানও ছিল। যদি তাদের সম্পর্ক পরবর্তীকালে ভেঙে যায়। এবং এত নিন্দার ঝড় তুলেছিল, যে চমকে উঠেছিল বলিপাড়া। লিয়েন্ডারের বিরুদ্ধে তার স্ত্রী রিহা, গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন।

Leander Paes Mahima Chowdhury bollywood actress Bollywood Actor