Advertisment

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি

লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত সোমবার। হঠাৎই শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Five timeless songs of Lata Mangeshkar on her 90th birthday

লতা মঙ্গেশকর (এক্সপ্রেস আর্কাইভ থেকে)

বৃহস্পতিবার সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মুখপাত্র জানালেন, গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল। লতার মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার বলেন, ''লতা দিদির অবস্থা আপাতত ভাল এবং উন্নতিও হচ্ছে। অনুরোধ করছি কোনওরকম ভুয়ো খবর ছড়াবেন না। তাঁর সুস্থ জীবন কামনায় সবাই মিলে প্রার্থনা করবেন।''

Advertisment

লতা মঙ্গেশকরের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় পরিচালক মধুর ভান্ডারকর পৌঁছে যান লতার বাড়ি। পরে তিনি টুইট করে বলেন, ''পরিবারের সঙ্গে কথা হয়েছে। লতা তাই এখন ভাল আছেন এবং তাঁর অবস্থার উন্নতিও হচ্ছে। আমার অনুরোধ ভুল খবর ছড়াবেন না।''

আরও পড়ুন, হঠাৎ হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর, অবস্থা স্থিতিশীল

লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত সোমবার। হঠাৎই শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পিটিআই সূত্রে জানা যায় যে শ্বাসকষ্টজনিত কারণে রাত দুটো নাগাদ তাঁকে নিয়ে আসা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।

প্রথমদিকে শোনা গিয়েছিল লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটজনক, যদিও পরে পরিবারের তরফে তা অস্বীকার করা হয়। বৃহস্পতিবার বিকেলে, গায়িকার শারীরিক অবস্থা নিয়ে একটি স্টেটমেন্ট দেনন। তাতে লেখা রয়েছে, লতা দিদি এখন স্থিতিশীল। শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।

Lata Mangeshkar
Advertisment