গত কয়েকদিন ধরে আমাজনের রেনফরেস্টের আগুন পরিবেশবিদ ও সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যদিও কিছুটা নিয়ন্ত্রনে আনা গিয়েছে তা। মূলত কৃষকদের কৃষিজমি সাফ করতে গিয়েই এ আগুনের সূচনা। আমাজনের রেনফরেস্ট থেকে শুরু হয়ে এ আগুন উত্তরের জনাকীর্ণ এলাকা যথা রোন্ডোনিয়া ও একরের রাজ্যগুলির উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, সূর্যালোক এসে পৌঁছচ্ছিল না।
Advertisment
পৃথিবীর সবথেকে বড় চিরহরিৎ অরণ্য আমাজনে নিয়ে উদ্বিগ্ন ছিল প্রত্যেকে। আসলে এই অঞ্চল থেকে পৃথিবীর প্রায় ২০ শতাংশ অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। আর এই পরিস্থিতির মোকাবিলা করার জন্যই এবার এগিয়ে এলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। বনভূমি রক্ষায় প্রায় ৫০ মিলিয়ন ডলার অনুদান দিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় ৩৬ কোটি টাকা।
‘আর্থ অ্যালায়ানস’ নামে এক পরিবেশপ্রেমী সংস্থা যার সহ-সভাপতি লিওনার্দো দি ক্যাপ্রিও। সেই সংস্থার মাধ্যমেই এই অনুদান দিয়েছেন তিনি। তবে এই প্রথমবার নয়, আগেও পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছেন হলিউড অভিনেতা। প্রসঙ্গত, বিগত ১৫ অগাস্ট থেকে জ্বলছে আমাজন। তবে ব্রাজিল প্রশাসনের টনক নড়েছে নয় দিন পরে। ততদিনে ঝলসে গিয়েছে বহু প্রানী, শেষ হয়ে গিয়েছে সাত হাজার সাতশো সত্তর বর্গকিলোমিটার এলাকা। এই ঘটনায় ব্রাজিল সরকারের সমালোচনায় মুখর হয়েছে বিশ্ব।