Advertisment
Presenting Partner
Desktop GIF

লকডাউনেই হেয়ার কাট, দেবের নতুন লুকের নেপথ্যে তাঁর বোন

বাইরে বেরোনোর উপায়টুকু নেই সাজগোজ তো অনেক পরের কথা। চুল কাটানোরও পথ নেই, তাই খানিকটা বাধ্য হয়েই বোনের হাতে সঁপে দিতে হল কাঁচি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বোনের কাছে চুল কাটাচ্ছেন দেব। ফোটো- দেবের ইনস্টাগ্রাম

লকডাউন! বাইরে বেরোনোর উপায়টুকু নেই সাজগোজ তো অনেক পরের কথা। চুল কাটানোরও পথ নেই, তাই খানিকটা বাধ্য হয়েই বোনের হাতে সঁপে দিতে হল কাঁচি। কনফিডেন্স না থাকলেও অগত্যা। তবে শেষমেষ বিষয়টা মন্দ দাঁড়ালো না মশাই। লকডাউনেই নতুন লুক পেয়ে গেলেন অভিনেতা দেব।

Advertisment

ধাপে ধাপে হেয়ার কাটের চারটে ছবি পোস্ট করেছেন দেব। ক্যাপশনেই স্বীকার করে নিয়েছেন খানিকটা ভয়েও রয়েছেন সাংসদ। না জানি শেষপর্যন্ত কী হয়! তবে হেয়ার কাট পছন্দই হয়েছে নায়কের। তারও প্রমাণ ওই পোস্ট।

View this post on Instagram

Time for Haircut...????‍♂️

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

View this post on Instagram

Little scared now...????

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

View this post on Instagram

I know ..I know little scared with the process of cutting ????

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

আরও পড়ুন, আশির দশকে ঝড় তুলেছিলেন বাংলা ছবিতে! অভিনয়ে ফিরতে পারেন আলপনা

ঘরবন্দি হয়ে বাড়ি থেকেই ঘাটালের মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংসদ দেব। প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া থেকে চিকিৎসার ব্যবস্থা সবটাই করেছেন নীরবে। এমনকী লকডাউনেই পায়ের চোট সারিয়ে নিয়েছেন তিনি।

করোনার ভয়ে শুটিং বাতিল হয়েছে দেবের। বাংলাদেশের প্রথম ছবি কমান্ডো-র শুটিংয়ের জন্য বাংলাদেশ ও তাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু করোনা আতঙ্কে শুটিং বাতিল করেছেন সাংসদ দেব। তারপরে দেশ জুড়েই ঘোষণা করা হয়েছে লকডাউন।

View this post on Instagram

Good job...now I am a confident Brother ????????????????‍♂️ #familytime #quarantine

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

আরও পড়ুন, অসুস্থ ইরফান, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

পিছিয়ে গিয়েছে তাঁর ছবি টনিক-এর রিলিজও। দেব প্রযোজিত হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর মুক্তিও স্থগিত। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, ”বর্তমান এই কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাসের জন্য আমরা হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী- র মুক্তি স্থগিত রাখছি। আপনারা সবাই সুস্থ এবং সুরক্ষিত থাকুন,শীঘ্রই আমরা এই পরিস্থিতি সামলে বেরিয়ে আসব এবং আপনাদের সকলকে নিয়ে যাব রূপকথার রাজ্যে।” বন্ধ হয়েছে দেব অভিনীত গোলন্দাজ ছবির কাজও।

প্রসঙ্গত,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয়েছে ৬২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনযায়ী, ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। করোনায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। এই সংখ্যাই আশার আলো দেখাচ্ছে বলে মত স্বাস্থ্যমন্ত্রকের। দেশে করোনার বলি ৯৩৪।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dev coronavirus
Advertisment