আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে আর পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এই লকডাউন পর্ব বাড়তেও পারে। বাইরে যাওয়া বারণ, প্রেক্ষাগৃহ বন্ধ তাই এখন টিভির পর্দা আর ওটিটি প্ল্যাটফর্মগুলিই ভরসা। সম্প্রতি বেশ কয়েকটি অরিজিনাল সিরিজ এবং ওয়েব ছবি এসেছে। এর মধ্যে যেমন রয়েছে হইচই-এর 'একাত্তর', তেমনই রয়েছে নেটফ্লিক্স-এর 'মাসকা'।
'মাসকা' এই মুহূর্তে নেটফ্লিক্স ইন্ডিয়ায় ১ নম্বর ট্রেন্ডিং এবং তার একটি বড় কারণ মনীষা কৈরালা। এটাই মনীষার ওয়েব ডেবিউ। তবে 'মাসকা' সিরিজ নয়, ওয়েব ছবি। নীচে রইল বাকি ৫টি হাতে-গরম ওয়েব সিরিজের তালিকা--
আরও পড়ুন: লকডাউনে মুক্তি পাবে বাংলা ছবি ‘বিসর্গ’, দেখা যাবে অনলাইন
একাত্তর
নামটি শুনেই বুঝে ফেলেছেন দর্শক যে এটি একটি পিরিয়ড ওয়েব সিরিজ। সম্প্রতি হইচই-এ শুরু হয়েছে এই সিরিজের স্ট্রিমিং। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে এবং মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলাদেশের সেরা অভিনেতা-অভিনেত্রীরা। এই জমজমাট ঐতিহাসিক থ্রিলারটি কতটা চিত্তাকর্ষক, তার এক ঝলক দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
স্পেশাল অপস
হটস্টার প্রিমিয়ামে এসেছে এই স্পাই থ্রিলার। যাঁদের হটস্টার অ্যাপ আছে তাঁরা অ্যাপে ঢুকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে নিতে পারেন, বার্ষিকমূল্য একেবারেই বেশি নয়। কে কে মেনন অভিনীত এই সিরিজটি শুটিং পর্ব থেকেই ওয়েব দর্শকের নজরে এসেছে। বিগত কয়েক দশকে যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজকর্ম হয়েছে এদেশে, সেই সব সত্য ঘটনাগুলি থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এই সিরিজের চিত্রনাট্য। মেকিং ভাল, অভিনয়ও ভাল, দেখে নিতে পারেন ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--
স্টেট অফ সিজ
জিফাইভ প্রিমিয়ামে এসেছে এই সিরিজ যা একেবারেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। স্টেট অফ সিজ কথাটির অর্থ হল দেশের এমার্জেন্সি পরিস্থিতি। মুম্বইয়ের ২৬/১১ নাশকতায় যাঁরা শহরকে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই বীর যোদ্ধাদের বাস্তব অভিজ্ঞতাগুলি থেকেই লেখা হয়েছে চিত্রনাট্য। ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এই সিরিজ, দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে--
মেন্টালহুড
প্রাত্যহিক জীবন যে কতটা টেনশনের সেটা প্রত্যেক মা জানেন কিন্তু মজার ব্যাপার হল বেশিরভাগ মানুষই পরিবারে মায়েদের এই অসম্ভব পরিশ্রম-উদ্বেগের জার্নিকে খুব একটা সম্মান করেন না। অনেকে ঠিক খেয়ালই করেন না যে কী অপরিসীম শারীরিক-মানসিক শক্তিক্ষয় হয়ে যায় এক একজনের মায়ের। বিভিন্ন পেশার ও বয়সের এমন পাঁচ মায়েদের নিয়েই এই সিরিজ যা স্ট্রিমিং হচ্ছে জিফাইভ অ্যাপে। নীচে রইল ট্রেলার--
রহস্য রোমাঞ্চ সিরিজ ২
মার্চের মাঝামাঝি হইচই-তে এসেছে এই সিরিজ। সিজন ওয়ান-এর থেকে অনেক বেশি ভাল সিজন টু। প্রথম সিজনে ঝন্টু মোটরস-এর যে গল্পটি দর্শক দেখেছিলেন সেই গল্পটি নিয়েই তৈরি হয়েছে দ্বিতীয় সিজন। রুদ্রনীল ঘোষ অভিনীত এই ঝন্টুদা চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল দর্শকের মধ্যে। কিন্তু গ্যারেজের আড়ালে ভাড়াটে খুনির এই চক্রের শুরুর গল্পটা কী ছিল আর ঠিক কতটা ক্ষুরধার ঝন্টুদার নেটওয়ার্ক, সেই নিয়েই এই সিরিজ। ঠান্ডা মাথার খুনি ঝন্টুদা কিন্তু আবার পাড়ায় একজন ছাপোষা বাবা, দেখে নিতে পারেন সিরিজের একটি দৃশ্যের ঝলক নীচের লিঙ্কে ক্লিক করে--
মাসকা
অত্যন্ত আবেগপূর্ণ পারিবারিক গল্প হল মাসকা। যদিও গল্পটি মুম্বইয়ের পার্সি কমিউনিটির এক পরিবারকে নিয়ে, কিন্তু আবেগগুলি একেবারেই বিশ্বজনীন। পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষই এই গল্পের চরিত্রগুলির মধ্যে হয় নিজেকে নয়তো নিজের প্রিয়জনদের খুঁজে পাবেন। বাড়ির একমাত্র ছেলে অভিনেতা হতে চায়, বাবার কাফে চালাতে চায় না। এতটাই তার জেদ যে এত বছরের কাফে সে বিক্রি করে দিতেও উদ্যত হয়। বাবা-মা ও সন্তানের সম্পর্ক, প্রেম এ সবই রয়েছে এই ওয়েব ছবিতে। নীচে রইল ট্রেলার লিঙ্ক--
সব মিলিয়ে এই হাতে-গরম তালিকায় নানা ধরনের ও স্বাদের কনটেন্ট পেয়ে যাবেন দর্শক। জমজমাট স্পাই থ্রিলার, ঐতিহাসিক থ্রিলার থেকে পারিবারিক গল্প, সিরিয়াস রাজনৈতিক বিষয় থেকে পারিবারিক কমেডি সবই রয়েছে।