/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/short-film-759.jpg)
হাতের কাছেই রয়েছে কয়েকটি ভাল বাংলা শর্ট ফিল্ম।
লকডাউনের সময় বাড়িতে বসে যাঁরা অফিসের কাজ করছেন না, তাঁদের হাতে অফুরন্ত সময়। বেশিরভাগই সময় কাটাচ্ছেন অনলাইনে ছবি, ওয়েব সিরিজ দেখে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিফাইভ, হটস্টার ইত্যাদি জাতীয় প্ল্যাটফর্মগুলি তো দেখবেনই, পাশাপাশি অবশ্যই দেখুন হইচই-আড্ডাটাইমস-এর বাংলা শর্ট ফিল্মগুলি।
বাংলা বিনোদন জগৎ আরও বড় হবে, অনেক বেশি আয় করবে যদি দর্শক বাংলা ছবি দেখেন তবেই। এমনটা একেবারেই নয় যে বাংলায় ভাল শর্ট ফিল্ম হয় না। অত্যন্ত সীমিত বাজেটের মধ্যে তৈরি করা বেশ কিছু ভাল ছোট-ছবি রয়েছে। নীচে তেমনই একটি তালিকা রইল। এর মধ্যে কয়েকটি সম্প্রতি এসেছে আর বাকিগুলি একটু পুরনো কিন্তু অনেকেই হয়তো দেখেননি--
আরও পড়ুন: লকডাউনে বিনোদন পর্ব ১: মন ভাল করা ৫টি বাংলা ছবি, দেখা যাবে অনলাইনও
অপরিচিত
একেবারে হাতে-গরম শর্ট ফিল্ম। একমাসও হয়নি এসেছে আড্ডাটাইমস-এ । মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত। এক মধ্যবিত্ত দম্পতির বাড়িতে অভিনব একটি প্রস্তাব নিয়ে আসে একজন সেলসম্যান। মাত্র একটি বোতাম প্রেস করলেই ৫০ লক্ষ টাকা কিন্তু বোতামটি প্রেস করলে পৃথিবীর কোনও না কোনও মানুষ মারা যাবেন। প্রস্তাব কি গ্রহণ করবে ওই দম্পতি। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত এই শর্ট ফিল্মের ট্রেলারটি দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
মেল
এই শর্ট ফিল্মটিও আড্ডাটাইমস-এ এসেছে সম্প্রতি। সীমিত বাজেটের একটি থ্রিলার কিন্তু দেখতে ভাল লাগবে। মুখ্য চরিত্রে রয়েছেন অংশু বচ, তিতাস ভৌমিক ও ইন্দ্রাশিস ঘোষ। একটি সাহিত্য পত্রিকার সাব-এডিটরের কাছে আসে একটি মেল যেখানে রয়েছে একটি উপন্যাস। আর সেখানেই লুকিয়ে রয়েছে একটি রহস্য। সম্মান রায় পরিচালিত এই ছবিটি দর্শকের আগ্রহ ধরে রাখে শেষ পর্যন্ত, দেখে নিতে পারেন টিজার--
রাবারব্যান্ড
হইচই-এর এই শর্ট ফিল্মটি প্রায় দুবছর পুরনো। কিন্তু বাংলা ওয়েব প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত সেরা শর্ট ফিল্মগুলির মধ্যে অন্যতম। দুবছর আগে বাংলার ওয়েব দর্শকের সংখ্যা অনেকটাই কম ছিল। তাই অনেকেই হয়তো দেখেননি এই অন্য মেজাজের থ্রিলারটি। সানি রায় পরিচালিত এই ছোট ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শতাফ ফিগার, কমলিকা বন্দ্যোপাধ্যায়, রাতাশ্রী দত্ত প্রমুখ। টিজারটি দেখলেই বুঝবেন কেন না দেখলে মিস--
আরও পড়ুন, খুব সুখে নেই টেলিপাড়ার অন্দর, ঠিক কী কী দুশ্চিন্তা দানা বাঁধছে
পেপারম্যান
আড্ডাটাইমস-এর এই শর্ট ফিল্মটিও বেশ পুরনো কিন্তু বার বার দেখা যায় অসাধারণ অভিনয়, চমৎকার গল্প ও অত্যন্ত স্মার্ট মেকিংয়ের জন্য। এই ছোট ছবির পরিচালক অভিরূপ বসু। দামিনী বসু, মিশকা হালিম ও বিশ্বজিৎ চক্রবর্তী অভিনীত এই শর্ট ফিল্মটি দেখতে দেখতে পজ করতে পারবেন না একবারও। কেন, তা এক ঝলক টিজারটি দেখলেই বুঝতে পারবেন--
উড়ান
এই ছবিটি প্রায় বছরখানেক কী তার একটু আগে হইচই-তে এসেছে। প্রেম, সম্পর্কের টানাপোড়েন, বিদ্বেষ... সবকিছু নিয়েই খুব চেনাজানা মধ্যবিত্ত আবেগ-অনুভূতির গল্প। বলা যায় এটি একটি শহুরে রূপকথার গল্প যার পরিচালক রাজা ঘোষ। মুখ্য চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য, পৌলমী দাস, কস্তুরী চক্রবর্তী। ছোট ছবিতে প্রেমের গল্প দেখতে যাঁরা ভালবাসেন, তাঁদের ভাল লাগবে। নীচে রইল ট্রেলার--
এই পাঁচটি ছাড়াও দুটি প্ল্যাটফর্মে আরও বেশ কিছু আকর্ষণীয় শর্ট ফিল্ম রয়েছে যেগুলি দেখে নিতে পারেন এই অবসরে। বাংলায় বেশিরভাগ শর্ট ফিল্মই স্বাধীন উদ্যোগে, পকেটের টাকা খরচ করে বানান পরিচালকেরা। তাই দর্শক যত বেশি দেখবেন, ততই ভাল ছবি তৈরি করার উদ্যম এবং উৎসাহ পাবেন তাঁরা।