Advertisment
Presenting Partner
Desktop GIF

Lok Sabha Elections 2019: বলিউড ভোটপর্ব! সকাল সকাল ভোট দিলেন কারা?

Lok Sabha Elections 2019: ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটপর্বে, ভোটগ্রহণ শুরু হল মুম্বইতে। রেখা থেকে প্রিয়াঙ্কা, কোন তারকারা ভোট দিলেন আজ, দেখে নিন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Elections 2019:Bollywood stars casting votes

ভোট দিলেন আমির খান ও কিরণ রাও। ছবি: প্রশান্ত নাদকর

Lok Sabha Elections 2019: লোকসভা নির্বাচন ২০১৯-এর চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে ২৯ এপ্রিল সকাল থেকে। এই পর্যায়ে রয়েছে মুম্বইয়ের লোকসভা সিটগুলির নির্বাচন পর্ব। মুম্বইয়ের ভোটপর্ব মানেই তারকাদের সমাবেশ। বলিউডের অধিকাংশ তারকাই এই শহরের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়ে থাকেন। বলিউডের প্রথম সারির তারকা নায়িকা-অভিনেত্রীদের মধ্যে এখনও পর্যন্ত ভোট দিয়েছেন রেখা, প্রিয়াঙ্কা চোপড়া ও মাধুরী দীক্ষিত।

Advertisment

বান্দ্রার ২৮৩ নম্বর পোলিং বুথে এসে ভোট দিয়েছেন রেখা। তারকাদের অনেকেই যাঁরা বিভিন্ন কাজে বা শ্য়ুটিংয়ে দেশের অন্য়ান্য প্রান্তে ছিলেন, ভোট দেওয়ার জন্যেই তাঁরা এদিন সকালে মুম্বই উড়ে আসেন। যেমন অভিনেতা রাহুল বোসের কথাই ধরা যাক। হায়দরাবাদে শ্যুটিং করছিলেন রাহুল। ভোট দিতে সাতসকালে উড়ে এলেন মুম্বই। টুইটারে শেয়ার করলেন তাঁর ভোটদানের ছবি। ভোট দিয়েই উড়ে গেলেন আবার নিজামের শহরে।

আরও পড়ুন: জাহ্নবী-ঈশানের বন্ধুত্বকে কী চোখে দেখেন বনি কাপুর

ভোট দিলেন বলিউডের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়াও। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি এবং সবাইকে অনুরোধ করলেন ভোট দিতে। বিশিষ্ট অভিনেতা পরেশ রাওয়াল ও তাঁর স্ত্রী, অভিনেত্রী স্বরূপ সম্পতও ভোট দিয়েছেন। গোরক্ষপুরের বিজেপি প্রার্থী ও অভিনেতা রবি কিষেন লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন। অনুপম খের, পরিচালক কুনাল কোহলি, পূজা ভাট, লারা দত্ত ভূপতি-- ক্রমশই দীর্ঘ হচ্ছে তালিকা।

উত্তর মুম্বই থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচন লড়ছেন ঊর্মিলা মার্তণ্ডকর। তিনিও বেশ সকাল সকালই সেরে ফেলেছেন ভোটপর্ব। ভোট দিয়েছেন আমির খান ও কিরণ রাও, অজয় দেবগণ। অভিনেত্রী সোনালি বেন্দ্রে, যিনি এই মুহূর্তে লড়াই করছেন মারণ রোগ ক্য়ানসারের বিরুদ্ধে, তিনিও স্বামী গোল্ডি বেহলের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

আরও পড়ুন: বকেয়া টাকা নিয়ে বিপর্যস্ত টেলিপাড়া! পয়লা মে সমাধান মিলবে কি?

জনপ্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়াতে যত বেশি মানুষ অংশগ্রহণ করবেন, ততই মজবুত থাকবে দেশের গণতান্ত্রিক কাঠামো। দেশের মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তবে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াটিই আর থাকবে না, যা কখনোই কাম্য় নয়। যেহেতু বলিউড তারকারা বহু মানুষের অনুপ্রেরণা, তাই বলিউডের ভোট খুবই গুরুত্বপূর্ণ।

bollywood MadhuriDixit aamir khan lok sabha 2019 General Election 2019
Advertisment