/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-16-24-07.jpg)
আইনি গেঁড়োয় রাজ-শিল্পা
Shilpa Shetty-Raj Kundra 60 Crore Fraud Case: অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রির অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সম্প্রতি আইনি জটে জড়িয়েছেন তারকা দম্পতি। ৬০.৪৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে রাজ-শিল্পার বিরুদ্ধে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW) অগাস্টে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন জুহুর বাসিন্দা ব্যবসায়ী দীপক কোঠারি। ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় এবার লুকআউট নোটিশ জারি করেছে মুম্বই পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনই খবর। অভিযোগ, দম্পতির বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড–এর একটি চুক্তিকে ঘিরেই এই প্রতারণার সূত্রপাত। গত ১৪ আগস্ট জুহু থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারিকে ঋণ ও বিনিয়োগের তোপ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারকা দম্পতি।
আরও পড়ুন গণেশ চতুর্থীর আগেই পরিবারে শোকের ছায়া, রাজ-শিল্পার ঘরে আসছে না গণপতি বাপ্পা
লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস–এর ডিরেক্টর দীপক কোঠারি অভিযোগ করেছেন, রাজেশ আর্যা তাঁকে শিল্পা-রাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই সময়ে তাঁরা বেস্ট ডিল টিভি-র ৮৭.৬ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। তাঁরা ১২ শতাংশ হারে ৭৫ কোটি টাকার ঋণের জন্য কোঠারির সঙ্গে চুক্তিবদ্ধ হন। করের বোঝা এড়াতে ঋণের পরিবর্তে বিনিয়োগ হিসেবে টাকা দেওয়ার পরামর্শ দেন এবং মাসিক রিটার্ন ও মূলধন ফেরৎ-এর আশ্বাস দেন।
সেলেব দম্পতির কথায় ভরসা করে ২০১৫ সালের এপ্রিল মাসে শেয়ার সাবস্ক্রিপশন চুক্তির মাধ্যমে ৩১.৯৫ কোটি টাকা এবং সেপ্টেম্বর মাসেআরও ২৮.৫৩ কোটি টাকা বেস্ট ডিল টিভির এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এর মাঝেই ২০১৬ সালের সেপ্টেম্বরেই শিল্পা পরিচালক পদ থেকে ইস্তফা দেন। কোঠারি কারণ জানতে চাইলে তিনি স্পষ্ট জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। পরে জানা যায়, ২০১৭ সালে কোম্পানির বিরুদ্ধে আরও একটি চুক্তি ভঙ্গের জন্য দেউলিয়া মামলা শুরু হয়েছিল।
আরও পড়ুন কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, FIR দায়ের শিল্পা-রাজ কুন্দ্রার বিরুদ্ধে
কোঠারি প্রথমে জুহু থানায় অভিযোগ জানান, এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৩ (অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৩৪ (অভিন্ন অভিপ্রায়) অনুযায়ী মামলা দায়ের হয়। যেহেতু মামলার অঙ্ক ১০ কোটি টাকার বেশি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইকনমিক অফেন্সেস উইংকে।