Anindya on Srijit Mukherjee: সৃজিত মুখোপাধ্যায় তাঁর কিলবিল সোসাইটি নিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন। তাঁর এই ছবি যে মানুষ বেজায় পছন্দ করেছেন সে তো তাঁদের রেসপন্স দেখলেই বোঝা যায়। এমনকি, এই ছবির প্রতিটা চরিত্র যেন আইকনিক হয়ে উঠেছে। তাঁর মধ্যে অন্যতম অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি বহুবছর পর সিনেমায় ফিরেছেন। আর তাঁকে দেখানো হয়েছে, কৌশানি অর্থাৎ পূর্ণার প্রাক্তন হিসেবে।
অনিন্দ্য যে ধরণের ভুমিকা পালন করেছেন সেই ছবিতে, তাঁকে দেখলে গা রি রি করে উঠবে। একজন অভিনেত্রীর জীবনের ওপর ভিত্তি করে এই গল্প। আর অনিন্দ্য সেই প্রেমিকের ভুমিকায় যার জীবনে ইগো এবং হিংসা ছাড়া কিছুই নেই। তাঁর প্রেমিকার সাফল্য তিনি দেখতে পারেন না। বলা উচিত, তাঁর ধারণা এমন যে এই ইন্ডাস্ট্রিতে আর যাই হোক কাজ পেতে গেলে ঘনিষ্ঠ হতে হয়। শুধু তাই নয়, তারে আচরণ সাংঘাতিক দেখানো হয়েছে এই ছবিতে।
আরও পড়ুন - Jeet: যে ছাদের নিচে থাকেন জিৎ, কী নাম রাখলেন নিজের বাড়ির? অর্থ জানলে অবাক হবেন..
পাতি বাংলা ভাষায় তিনি টক্সিক এক প্রেমিক, যার প্রেমিকার সাফল্য দেখে গা জ্বলে। সৃজিত তাঁকে এমন এক চরিত্র দিলেন, যাকে দেখলে এবং যার কথা শুনলে মুখে কটু শব্দ ছাড়া কিছুই আসবে না। তাই তো, তিনি এবার নিজের সংবাদ মাধ্যমে এমনটাই লিখেছেন যে পরিচালক তাঁকে এমন একটি ভুমিকা দিলেন যে... কী লিখছেন তিনি?
"যে লোকটা আমাকে ১০ বছর আগে বোবা টানেল দিয়েছিল, ঠিক ১০ বছর পরে আমার আন্ডারওয়ারটাও খুলিয়ে নিলো। রিলেশনশিপ টক্সিক হয়ে গেলে এসব হয়।" যারা ছবি দেখেছেন, তাঁরা জানেন যে এই ছবির শেষের দিকে বিশ্বনাথ ওরফে 'পেট কাটা ষ' কী কাণ্ডই না তাঁর সঙ্গে ঘটিয়েছেন। বালিশ চাপা দিয়েও নিজের সম্মান রক্ষা করার জো ছিল না। অভিনেতার এই দৃশ্য দেখে হেসে গড়িয়েছেন বেশিরভাগ। কিন্তু, তাঁর টক্সিসিটি অভিনয় দেখে টলিপাড়ার অভিনেত্রীরা কী বললেন?
আরও পড়ুন - Aamir Khan new GF: নতুন প্রেমিকার হাতে হাত ধরে আমির, তাঁর গার্লফ্রেন্ড গৌরিকে চেনেন?
শ্রুতি সিনেমা দেখেই অনিন্দ্যর পোস্টে মন্তব্য করলেন, দেখলাম ছবিটা। খুব বিরক্তিকর লেগেছে তোমায়। দারুণ!" পালটা অভিনেতা বললেন, ব্যাস! আমার পাওয়া এটাই।" অনেকেই তাঁর এই পোস্টে কমেন্টে জানিয়েছেন, তাঁদের অসহ্য লেগেছে অই নির্দিষ্ট চরিত্রে অভিনেতাকে।