New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/arjun-madhumita-759.jpg)
লাভ আজ কাল পরশু-র লুকে মধুমিতা-অর্জুন। ফোটো- ইনস্টাগ্রাম
প্রত্যেকটা ভালবাসার গল্পের মতো এখানেও দুটো মানুষ প্রেমে পড়ে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনে অনেক টুইস্ট দেখা যায় ছবিতে।
লাভ আজ কাল পরশু-র লুকে মধুমিতা-অর্জুন। ফোটো- ইনস্টাগ্রাম
নতুন প্রেমের কাহিনি তৈরি করতে চলেছেন অর্জুন ও মধুমিতা, আর তাদের নেপথ্য নায়ক প্রতিম ডি গুপ্ত। রবিবার থেকেই শুরু হল ছবির শুটিং। তার আগে নিজেদের লুক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা-অভিনেত্রী। প্রত্যেকটা ভালবাসার গল্পের মতো এখানেও দুটো মানুষ প্রেমে পড়ে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনে অনেক টুইস্ট দেখা যায় ছবিতে।
প্রথমে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল যিশু সেনগুপ্তর। কিন্তু ডেটের সমস্যার কারণেই বাতিল হয়ে যায় এ কাজ, পরিবর্তে আসেন অর্জুন চক্রবর্তী। 'লাভ আজ কাল পরশু' ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতা সরকারকে। প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন তারা।
আরও পড়ুন, গুরুতর অসুস্থ নুসরত জাহান, ভর্তি হাসপাতালে
অগাস্টেই ‘লাভ আজ কাল পরশু’-র কথা জানিয়ে দিয়েছিলেন প্রতিম। কিন্তু তখনও পর্যন্ত নায়িকা চূড়ান্ত করা হয়নি, পরে জানা গিয়েছিল থাকছেন মধুমিতা। শোনা যাচ্ছে, এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে পাওলির। যদি তাই হয় তাহলে পরিচালকের সঙ্গে পঞ্চম ছবিতে কাজ করবেন পাওলি দাম।
আরও পড়ুন, ভাল আছেন নুসরত জাহান, ছুটি দিল হাসপাতাল
তবে প্রেমের গল্প হলেও পরের ছবির চলন থ্রিলারের আঁচ দেবে দর্শকদের। এই ছবির মধ্যে দিয়েই টলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থার তালিকায় নাম জুড়ল প্রতিম ডি গুপ্তর। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব নিয়েছেন শুভঙ্কর ভড়।