Advertisment

ওপেনিংয়েই ছক্কা হাঁকালো কার্তিক-সারা'র 'লাভ আজ কাল'

ইমতিয়াজ আলির পরিচালনায় কার্তিক আরিয়ন ও সারা আলি খানের ছবি 'লাভ আজ কাল'- প্রথম দিনেই আয় করল ১২.৪০ কোটি।

author-image
IE Bangla Web Desk
New Update
love-aaj-kal

ছক্কাতেই ওপেনিং সারা-কার্তিকের 'লাভ আজ কাল'-এর।

যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের ছবি 'লাভ আজ কাল', কিন্তু তাতেও শুরুতেই ১২.৪০ কোটির ব্যবসা করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে আয়ের অঙ্ক শেয়ার করে লিখেছেন, ''ভ্যালেন্টাইন ডে'র জন্য ছবিটা বুস্ট হয়েছে। মেট্রো সিটিতে অন্যবদ ব্যবসা করেছে। তবে পরের দু'দিন কী হবে বলা না গেলেও প্রথম দিনের আয় ছিল ১২.৪০ কোটি''।

Advertisment

২০২০- লাভ আজ কাল (১২.৪০ কোটি)

২০১৯- পতি পত্নী অউর ওহ (৯.১০কোটি)

২০১৯- লুকা ছুপ্পি (৮.০১ কোটি)

২০১৫- প্যায়ার কা পঞ্চনামা (৬.৮০ কোটি)

২০১৪- সনু কে টিটু কি সুইটি (৬.৪২ কোটি)

২০১১- প্যায়ার কা পঞ্চনামা (৯২ লাখ)

আরও পড়ুন, এ আর রহমানের মেয়েকে ট্রোল তসলিমার, জবাব দিলেন খাতিজা

যদিও ভ্যালেন্টাইন ডে-র নিরিখে অতটাও আয় করতে পারেনি। ট্রেড অ্যনালিস্ট গিরিশ জোহর ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেছেন, ''লাভ আজ কাল নিয়ে দর্শকের অন্যন্ত ভাল। ট্রেলার ও গান মানুষ পছন্দ করেছেন। রোমান্টিক জঁরের ছবি হওয়ায় এটা যে ভ্যালেন্টাইন ডে-র দিন প্ল্যান করে রিলিজ করা হয়েছে এটাই ভাল দিক। বক্স অফিসে শুরুটা ভাল হবে আশা করছি।''

তিনি আরও বলেন, ''লাভ আজ কাল মানেই কার্তিক-সারা। ইয়ং প্রজন্মের পছন্দের ব্যক্তিত্ব। প্রতিটা ছবির সঙ্গে নিজে উন্নতি করছে কার্তিক। সারা তো আলিয়া ভাটের ইয়ংগার ভার্সেন। অত্যন্ত পছন্দের।''

আরও পড়ুন, সিদ্ধার্থ শুক্লা: বিগ বস ১৩-র এই প্রতিযোগীর জার্নি রোমান্স, কমেডি ও অ্যাকশনে ভরপুর

ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা ছবিতে ১.৫ রেটিং দিয়েছে। রিভিউতে তিনি লিখেছেন, ইমতিয়াজ আলির বিগত বেশ কয়েকটি ছবির এটাই বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অন্তত সেই ছবিগুলোততে কিছু জ্বলে ওঠা মুহূর্ত ছিল। এই ছবিতে সেটাও নেই। সেকালের ও একালের প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করতে কার্তিক আরিয়ান অনেক কসরত করেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত খুব একটা ভাল দাঁড়ায় না বিষয়টা। বরং সারা আলি খান বেশ ঝলমলে। কিন্তু চিত্রনাট্যের মধ্যে থাকে আটকা পড়া ছাড়া তাঁর উপায় নেই।

আরুশি শর্মার এটা প্রথম ছবি। সেদিক দিয়ে ভালই আর রণদীপ হুদা হল একমাত্র কারণ যার জন্য ছবিটা শেষ পর্যন্ত দেখা যায়। বরং পরিণত বয়সের রঘু আর লীনার ট্র্যাকটিই সবচেয়ে আকর্ষণীয় এই ছবিতে, যেটির আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sara Ali Khan
Advertisment