Advertisment
Presenting Partner
Desktop GIF

'ব্রাহ্মণরা ইব্রাহিমের বংশধর!', হিন্দু ভাবাবেগে আঘাত ফেসবুক পোস্টে, ক্ষমা চাইলেন লাকি আলি

ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। তার জন্য হিন্দু ভাইদের উদ্ধৃত করে ক্ষমা চাইলেন 'ও সনম' গানের স্রষ্টা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Lucky Ali issues apology for claiming ‘Brahmans are lineage of Ibrahim’, says, ‘My intentions were to bring us all closer’

ক্ষমা চাইলেন গায়ক লাকি আলি।

ফেসবুক পোস্টে হিন্দুদের ভাবাবেগে আঘাত! ক্ষমা চাইলেন গায়ক লাকি আলি। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। তার জন্য হিন্দু ভাইদের উদ্ধৃত করে ক্ষমা চাইলেন 'ও সনম' গানের স্রষ্টা। লাগাতার আক্রমণ এবং হুমকির মুখে পড়তে হয়েছিল তারকা কমেডিয়ান মেহমুদের ছেলেকে। শেষমেশ পোস্টটি মুছে দিয়ে ক্ষমা চাইলেন লাকি আলি।

Advertisment

কী লিখেছিলেন লাকি আলি?

কয়েক দিন আগে একটি ফেসবুক পোস্ট করেন শিল্পী। যাতে তিনি লেখেন, "ব্রাহ্মণ শব্দটির উৎপত্তি ব্রহ্ম থেকে। যা আসলে এসেছে আব্রাহাম থেকে। আব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে। ব্রাহ্মণরা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সব রাষ্ট্রের পিতা, তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক-বিতর্ক এবং লড়াই কেন?"

লাকি আলির পোস্টটি ভাইরাল হতে সময় নেয়নি। শিল্পীর উদ্দেশে পোস্টেই উড়ে আসে আক্রমণ, হুমকি। মঙ্গলবার ক্ষমাপ্রার্থনা করেন লাকি আলি। বিতর্ক থামাতে পোস্টটি মুছে দেন তিনি। জানান, কাউকে আঘাত করা বা ক্ষোভের উদ্রেক ঘটানোর অভিসন্ধি তাঁর ছিল না। বরং সবাইক একসুতোয় বাঁধতে চেয়েছিলেন তিনি। তার জন্যই এই পোস্ট ছিল। তবে নিজের কাজে অনুশোচনা বোধ করেন তিনি।

আরও পড়ুন ‘হিন্দু ধর্মের নামে কলঙ্ক, ধর্ম বদলান..’ রমজানে ইফতারি করে ভয়ঙ্কর আক্রমণের মুখে রাহুল-প্রীতি

ক্ষমা চেয়ে লাকি আলি লেখেন, "আমার পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে দেখলাম। সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি, আমি যা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম তা হয়নি। কী লিখব, কীভাবে লিখব এবার থেকে আরও সতর্ক থাকব। কারণ আমার হিন্দু ভাইবোনেরা আহত হয়েছেন দেখছি। তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের সকলকে ভালবাসি আমি।"

Entertainment News Facebook Post Lucky Ali
Advertisment