scorecardresearch

‘বন্দুকটা এখনও বের করিনি…’, ক্যামেরার সামনেই হুমকি মদন মিত্রের

এরকম হুমকি কাকে দিলেন মদন মিত্র?

Madan Mitra, Haranath Chakraborty, Madan Mitra film, মদন মিত্র, হরনাথ চক্রবর্তী, মদন মিত্র অভিনয়, মদন মিত্র সিনেমা, টলিউডের খবর, খরাজ মুখোপাধ্যায়
ক্যামেরার সামনে হুমকি মদন মিত্রর

কামারহাটির তৃণমূল বিধায়ক তিনি। রাজনীতির পাশাপাশি বেজায় কালারফুল মানুষ। সাধারণত খোশ মেজাজেই দেখা যায় মদন মিত্রকে। আর সেই হাসিখুশি মিষ্টি মানুষটিই কিনা এবার সটান ক্যামেরার সামনে বলে ফেললেন- “এখনও বন্দুকটা বের করিনি..।”

এযাবৎকাল পড়ে প্রশ্ন জাগতেই পারে যে, কোন ঘটনার প্রেক্ষিতে কিংবা কাকে এহেন হুমকি ছুঁড়লেন বিধায়কবাবু? এক্ষেত্রে বলে দেওয়া ভাল যে, ক্যামেরার সামনে আসলে তিনি তখন রাজনীতিক নন, বরং অভিনেতা মদন মিত্র। আর সেকানেই এমন রগরগে সংলাপ বললেন মদন মিত্র। এবার নতুন ইনিংসেও বেড়ে খেলছেন কামারহাটির কালারফুল বিধায়ক। সিনেমার গল্পে তাঁর চরিত্রটিও বেজায় রাশভারী। বীরভূমের এক চালকলের মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে। পরিচালনায় স্বয়ং হরনাথ চক্রবর্তী।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে সেই ছবির শুটিং শুরু হয়েছে। যথাসময়ে সেটে পৌঁছে মেকআপ করে সোজা ক্য়ামেরার সামনে। একেবারে পরিচালকের বাধ্য ছাত্রের মতোই অভিনয় করছেন। পেশাদার অভিনেতার মতোই মারকাটারি সংলাপও বলছেন দুর্ধর্ষভাবে। আগামী ৭ দিন চলবে সিনেমার শুটিং। অভিনয় করছেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজনন্দিনী দত্ত।

[আরও পড়ুন: সলমনের বাংলোর সামনে ভক্তদের উল্লাস, ভীড় সামলাতে লাঠিচার্জ পুলিশের, দেখুন]

রাজনীতির পাশাপাশি গান গেয়েছেন মদন মিত্র। সেই মিউজিক ভিডিওতেও নিজেই অভিনয় করেছেন। এবার সিনেমার অভিনেতা হিসেবে বিধায়কের হাতেখড়ি হল পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে। হরনাথ জানালেন, চাল কলের দৌর্দণ্ডপ্রতাপ মালিকের চরিত্রটা মদনের কথা ভেবেই লেখা। তাই তাঁকেই কাস্ট করা হয়েছে। বীরভূমের যে চাল কলের মালিক পরোপকারী। বন্দুকে ফায়ারও করেন। তবে স্থানীয়রা তাঁকে শ্রদ্ধা করেন।

পাশাপাশি মদন মিত্রকে বড়সড় সার্টিফিকেটও দিলেন হরনাথ চক্রবর্তী। বললেন, “দারুণ অভিনয়ও করছেন মদনদা।” উল্লেখ্য, এই সিনেমায় চাল কলের মালিক মদনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন রাজনন্দিনী দত্ত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Madan mitra threatens on camera starts shooting for haranath chakraborty film