শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। তড়িঘড়ি বর্যীয়াণ অভিনেত্রীকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিনই জানা গিয়েছিল যে, বেশ কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। শুক্রবার যথারীতি সেসব টেস্ট করানো হয়েছে। শনিবার সেই রিপোর্ট জানানো হয়েছে হাসপাতালের তরফে। কেমন আছেন এখন 'চারুলতা'?
হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনের মাধ্যমে জানা গেল, রক্তে শর্করার পরিমাণ বেশি। এছাড়াও সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা করা হয়েছে। অভিনেত্রীর শরীরে সোডিয়ামের মাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও তাতে উদ্বেগের কোনও কারণ নেই। পাশাপাশি নিয়ম মেনে কোভিড পরীক্ষাও করানো হয়েছিল। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। যেহেতু তাঁর রক্তাল্পতার সমস্যা রয়েছে, তাই আজ, অর্থাৎ শনিবার মাধবীর এন্ডোস্কোপি করার পরিকল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত বর্ষীয়াণ অভিনেত্রীর টেস্টের রিপোর্টে কোনওরকম চিন্তার কারণ দেখা যায়নি। তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।
<আরও পড়ুন: অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে>
প্রসঙ্গত শুক্রবার পরিবারের তরফে জানানো হয়েছিল, গত কয়েক দিন ধরেই মাধবীর শরীর ভাল যাচ্ছিল না। এদিকে অতিমারী পরিস্থিতির জন্য ঠিকমতো ডায়াবেটিসও পরীক্ষা করা হয়নি। এদিন সকালে হঠাৎ-ই রক্তে শর্করার মাত্রা সমস্যা ধরা পড়ায় চিকিৎসকরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।
এদিকে, ‘চারুলতা’র অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। বর্ষীয়াণ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। বয়স আশির কোঠায় হলেও এখনও কাজ করে চলেছেন মাধবী মুখোপাধ্যায়। হাসপাতালের তরফে জানা গিয়েছে যে, অভিনেত্রীকে আপাতত মেডিসিন বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখেই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন