/indian-express-bangla/media/media_files/2025/05/17/awipknIQrTuuRKAHsoyF.jpg)
প্রিয়জনকে হারিয়ে শোকাহত মধুবনী
Madhubani Goswami Video: একটা সময় বাংলা মেগার দর্শকের অত্যন্ত পছন্দের ধারাবাহিক ছিল ভালবাসা ডট কম। রাজা-মধুবনী জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি আজও ভোলেনি দর্শক। অভিনেতা রাজা গোস্বামী অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও নিজেকে গুটিয়ে নিয়েছেন মধুবনী। এই ধারাবাহিকের সেটেই প্রেমের সূত্রপাত। বিয়ের বন্ধনে বাঁধা পড়েন তাঁরা। সুখের সংসারে রয়েছে তাঁদের একমাত্র পুত্র সন্তানও। স্যালোঁ আর সংসার দুটি একসঙ্গেই সামলান মধুবনী। ইউটিউব চ্যানেলে সুখী গৃহকোণের নানা মুহূর্ত শেয়ার করেন। এছাড়াও নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করেন মধুবনী। কিন্তু, লেটেস্ট ভিডিও দেখে মন খারাপ অনুরাগীদের। কারণ এই ভিডিওতে মজা করার বদলে হাঁপুস নয়নে কাঁদছেন মধুবনী।
আরও পড়ুন অভিনয় থেকে অবসর নেওয়ার পরই চিরনিদ্রায়! জীবনাবসান 'জেমস বন্ড' খ্যাত বিশিষ্ট অভিনেতার
আসলে প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। শুধু প্রিয়জন বললে বোধহয় কম বলা হবে, বড্ড কাছের মানুষ ছিলেন। তিনি মধুবনীর ঠাকুরদা। ৯৩ বছর বয়সে পরলোক গমন করলেন। ভালবেসে মধুবনী ঠাকুরদাকে মোটা দাদা বলে ডাকতেন। এমনটা কিন্তু নয় যে তাঁর ঠাকুরদা মোটা ছিলেন। ওটা ছিল নাতনির আদুরে ডাক। হয়ত আবার দেখা হবে ক্যাপশনে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিও-তে ঠাকুরদার কথা বলতে গিয়েই কথাগুলো যেন গলার কাছে দলা পাকিয়ে আসছিল। দশম শ্রেনির পরীক্ষা দিতে যাওয়ার সময় ঠাকুরদা গাড়ি করে স্কুলে দিয়ে আসতেন, নিয়ে আসতেন। পড়াশোনা প্রতি আগ্রহ, বইয়ের প্রতি ঝোঁক এইসব গুণগুলো ঠাকুরদার থেকেই পেয়েছেন।
আরও পড়ুন বলিউডের টানেই সৃজিতের প্রস্তাব নাকোচ! বিক্রম ভাটের ছবিতে কোন চরিত্রে দেখা যাবে দর্শনাকে?
কাজের চাপে আজকাল নিয়মিত বই পড়া না হলেও, চোখের সামনে বই সাজানো রয়েছে তা দেখতে ভাল লাগে মধুবনীর। ছোটবেলায় গান শিখেছিলেন। ঠাকুরদা বরবরই গানের প্রতি নাতনিকে উৎসাহ দিতেন। ঠাকুরদার মৃত্যুর পর একটি সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী। আর সেটি হল, এবার থেকে নিয়মিত বই পড়বেন। ঘরে-বাইরে সামলে যেভাবেই হোক ঠাকুরদাকে স্মরণ করে বইয়ের পাতায় চোখ রাখবেন। ভিডিও শেষের আগে গানে গানে ঠাকুরদাকে শ্রদ্ধা নিবেদন করেছেন মধুবনী। তাঁর বিশ্বাস, দাদা এই গান শুনছেন। হয়ত এখানেই কোথাও আছেন। গান রেকর্ড করে আর পাঠানো হয়নি দাদাকে। সেই আপশোসটা চিরদিন রয়ে যাবে মধুবনীর।
আরও পড়ুন 'কান্নাকাটি না করে আল্লাহকে ভরসা কর', কঠিন পরিস্থিতিতে দীপিকাকে পরমার্শ ননদ সাবার