scorecardresearch

পেটের ব্যাথায় কুপোকাত, তড়িঘড়ি হাসপাতালে ‘পাখি’ মধুমিতা! হল অস্ত্রোপচার

অপারেশন এখন কেমন আছেন তিনি?

madhumita sarcar, madhumita sarcar hospitalised
অসুস্থ 'পাখি' মধুমিতা

হাসপাতালের বিছানায় শুয়ে মধুমিতা সরকার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দিলখুশ’। ছবির প্রচারে বেশ ছোটাছুটি করতে দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকেন তিনি। দিনকয়েক আগে মদন মিত্রের সঙ্গে গাড়িতে বসে একটি ছবির তাঁকে ট্রোলও হতে হয়েছে। কিন্তু এবার সোজা হাসপাতাল পৌঁছলেন! সেখানেও শুয়ে শুয়ে সেলফি তুলেছেন তিনি। কিন্তু হল কী?

ওয়েব সিরিজে বিরাট জনপ্রিয় তিনি। পাখি হিসেবেও নিদারুণ পরিচিত। এদিকে, শরীরে অসুস্থতা নিয়ে তিনি নাকি হাসপাতালে! কী হয়েছে অভিনেত্রীর? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি নিজেই। চোখে গোল ফ্রেমের চশমা, হাতে লাগানো স্যালাইন। আলতো হাসি হাসছেন তিনি।

আরও পড়ুন [ মধুমিতার সঙ্গে ছবি দিয়ে বিপাকে! ‘পাখি-ধরা’ তকমা জুটল মদনের ]

সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর নাকি শরীর একদম ভাল ছিল না। পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন। তারপর জানতে পারলেন অ্যাপেন্ডিক্স হয়েছে তাঁর। অপারেশন হয়েছে। এখন আপাতত অনেকটাই সুস্থ হয়েছেন। অভিনেত্রীর কথায়, “সংক্রমণ বেড়ে গিয়েছিল। এখন অনেকটা ভাল আছি”।

প্রসঙ্গত, রবিবার হয়েছে অপারেশন। আপাতত বেশ কিছুদিন হাসপাতালে থাকবেন। তারপর বিশ্রামের প্রয়োজনও রয়েছে। এখন বেশকিছু বাড়িতেই থাকবেন। তারপরেই ফিরবেন শুটিং ফ্লোরে। যদিও সামনে ঘোর ব্যস্ততা। চিনি ২- এর শুটিং করছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Madhumita sarcar is in hospital having appendix operation