Madhumita-Debmalya gym: 'ও শুধু আমার...', প্রেমিক ছাড়াও দেবমাল্যর সঙ্গে বিশেষ সম্পর্ক! ভিডিও পোস্টে কী বললেন মধুমিতা?

Madhumita-Debmalya: মনের মানুষ যখন শিক্ষক! মধুমিতাকে ট্রেনিং দিচ্ছেন তাঁর প্রেমিক দেবমাল্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন অভিিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
madhumita devmalya

প্রেমিকের বাইরেও দেবমাল্যর সঙ্গে রয়েছে বিশেষ সম্পর্ক!

Madhumita-Debmalya Video: মধুমিতা সরকার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল একজন অভিনেত্রী। ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি, এরপর সিনেমা-সিরিজে চুটিয়ে অভিনয় করছেন মধুমিতা। এখন তাঁর কেরিয়ার মধ্যগগনে বললে মোটেই খুব একটা বুল বলা হবে না। দোসর মধুমিতার জীবনে নতুন প্রেমের বসন্ত। দেবমাল্যর সঙ্গে সম্পর্কে রয়েছেন মধুমিতা সরকার। প্রেমদিবসে প্রিয়তমাকে হিরের গয়নাও উপহার দিয়েছেন। যুগলের সোহাগী ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন মধুমিতা। এবার সরাসরি জিম থেকে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। জিমে যখন দেবমাল্য ঘাম ঝরাচ্ছেন তখন ভিডিও করতে ব্যস্ত তাঁর ছাত্রী। হ্যাঁ, ছাত্রীই বটে! 

Advertisment

ইনস্টা স্টোরিতে ভিডিও পোস্টের ক্যাপশনে মধুমিতা লিখেছেন, 'গুরু জিমে কসরত করছে আর ছাত্রী সেটা দেখছে'। দেবমাল্য আর মধুমিতার সম্পর্ক তাহলে গুরু-শিষ্যরও? ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, ও আমার ট্রেনার। অনেকদিন জিমটা বন্ধ ছিল। আবার শুরু করেছি। তাই ভিডিওটা পোস্ট করলাম। ও খুব ভাল ট্রেনার।' দেবমাল্যর এই ভাল ট্রেনিং দেখে যদি কেউ ওকে ট্রেনার হিসেবে চায়? প্রশ্ন শুনে যেন একটু রেগেই গিয়েই বললেন, 'না না, ও শুধু আমার ট্রেনার।' মনের মানুষকে জিমের ট্রেনার হিসেবে পেয়ে খুশিতে গদগদ অভিনেত্রী।

মধুমিতা শিবভক্ত। চার প্রহরে মহাদেবের মাথায় জল ঢেলেছেন। কাজের হাজার ব্যস্ততার মধ্যেও এইদিনটিতে শাড়ি পরে মহাদেবের আরাধনা করেন মধুমিতা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। একটি কথা প্রচলিত আছে যে শিবরাত্রি করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়। দেবমাল্যকে পাওয়ার পর সেটা মনে হয়? মৃদু হেসে মধুমিতা বলেছিলেন, 'সেটা আমি পেয়েছি। কিন্তু, এমনটাও নয় যে আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা বা পুজো করার ইচ্ছেটা চলে যেত। আমি শিবভক্ত। মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি শুধু এখন ভগবানের পুজোই করব। নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা দিয়েছেন তাতেই আমি ভীষণ খুশি।' ২০২৪ সালে মধুমিতার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। মহাষ্টমীর দিনই দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন ছোট পর্দার পাখি। সোশ্যাল মিডিয়ায় যগলের সোহাগী ছবিতে ভক্তরা ভালবাসায় ভরিয়ে দেন।

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali News Bengali Film Industry Madhumita Sarcar