Madhumita Sarcar: দেবমাল্য আমার জীবনে না এলে মহাদেবের প্রতি ভক্তি-শ্রদ্ধা কমে যেত এমনটা নয়: মধুমিতা

Madhumita On Maha Shivratri: মধুমিতা মহাদেবের ভক্ত। দেবমাল্য জীবনে আসার পর এবছর শিবরাত্রিতে বিশেষ কোনও আয়োজন? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন শিবভক্ত মধুমিতা।

author-image
Kasturi Kundu
New Update
dcdscAX

মহাদেব যা দিয়েছেন নতুন করে আর কিছু চাওয়ার নেই: মধুমিতা

Maha Shivratri: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার পর্দায় গ্ল্যামারাস, সাহসী ফটোশুটেও 'সুপারকুল'। সদ্য তাঁর জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। ব্যক্তিগত-কর্মজীবন একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত মধুমিতা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায় তাঁর সোলো ট্রিপের রঙিন মুহূর্ত। সেই সঙ্গে আরও একটি বিষয় নজর কাড়ে সেটি হল মধুমিতা শিবভক্তি। একাধিকবার সংবাদমাধ্যমের সামনেও একথা বলেছেন। কোথাও ঘুরতে গেলে নিষ্ঠাভরে ভগবানের পুজো করার ভিডিও-ও সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। কাজের হাজার ব্যস্ততার মধ্যেও এইদিনটিতে শাড়ি পরে মহাদেবের আরাধনা করেন মধুমিতা। এবারেও তার ব্যতিক্রম হবে না। 

Advertisment

কুমারী মেয়েরা শিবরাত্রি করলেই বলা হয়, সে নাকি শিবের মত বর পাবে। মধুমিতার জীবনে 'দেবমাল্য'-ই তাঁর শিব? এবছর শিবরাত্রিতে বিশেষ কোনও আয়োজন? এইসব প্রশ্নের উত্তর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। মধুমিতা বলেন, 'বাড়িতেই পুজো করব। রুদ্র অভিষেক করার ইচ্ছে আছে। তাছাড়া প্রহর অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢালব।'

কথায় আছে শিবরাত্রি করলে নাকি শিবের মতো বর পাওয়া যায়। দেবমাল্যকে পাওয়ার পর সেটা মনে হয়? মৃদু হেসে মধুমিতার জবাব, 'সেটা আমি পেয়েছি। কিন্তু, এমনটাও নয় যে আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা বা পুজো করার ইচ্ছেটা চলে যেত। আমি শিবভক্ত। মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি শুধু এখন ভগবানের পুজোই করব। নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা দিয়েছেন তাতেই আমি ভীষণ খুশি।'

Advertisment

'আমি খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করি। পুজোর আগের দিন সংযম করেছি। নির্জলা উপোস করে প্রতি প্রহরে জল ঢালব। এই দিন পাড়ার মন্দিরে খুব ভিড় হয় বলে বাড়িতেই নিজের মতো করে ভাল করে পুজো করতেই পছন্দ করি। ঠাকুরমশাই এসে খুব ভালভাবে আমার মনের মতো পুজো করেন। কিছু মন্ত্র আছে সেগুলো পড়ি, একটু ধ্যান করি। এঅই জিনিসগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনও সোমবার তো মন্দিরে গিয়ে মহদেবের মাথায় জল ঢেলে পুজো দেওয়াই যায়।' দেবমাল্যকে পাশে নিয়েই শিবরাত্রি করবেন মধুমিতা? উত্তরে বলেন, 'পুজো আমি একাই করব। ওঁর যদি সময় হয় তাহলে আসবে। একসঙ্গে বসে পুজো করব এইরকম কোনও প্ল্যান নেই।'

Bengali Cinema Bengali Actress Bengali Heroine Bengali Television Bengali Film Bengali News Bengali Film Industry Madhumita Sarcar