Madhumita Valentines Day: কী কারণে দেবমাল্যই পারফেক্ট পার্টনার? প্রথম প্রেমদিবসে খোলসা করলেন মধুমিতা

Madhumita Sarcar: দেবমাল্যর সঙ্গে পাঁচ মাসের সম্পর্ক মধুমিতা সরকারের। প্রথম প্রেমদিবসে প্রেমিকের সঙ্গে কী প্ল্যান? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন ছোট পর্দার পাখি।

author-image
Kasturi Kundu
New Update
কী কারনে দেবমাল্যই পারফেক্ট পার্টনার?

কী কারনে দেবমাল্যই পারফেক্ট পার্টনার?

Madhumita Sarcar Valentines Day: অতীতের তিক্ত স্মৃতি ভুলে জীবনে এখন নতুন প্রেমের বসন্ত। তিনি টলি ক্যুইন মধুমিতা সরকার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ মধুমিতা সকাল থেকে কাজে ব্যস্ত থাকলেও প্রেমদিবসে প্রিয় মানুষটার সঙ্গে কী করবেন সেই প্ল্যান সেরে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কোলাজে একটি রিল শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisment

Advertisment

পাঁচ মাসের সম্পর্কে মনের মানুষকে নিয়ে মধুমিতা লিখলেন, 'আমাদের সম্পর্কের প্রায় পাঁচ মাস হয়ে গিয়েছে। তোমার সঙ্গে জীবনটা দারুণ কিন্তু, বড্ড বোরিং। প্রাণখুলে হাসা থেকে নিত্যদিনের লড়াই (যেটা খুব জরুরি) তোমার সঙ্গে কাটানো জীবনের প্রতিটা মুহূর্ত রোমাঞ্চকর। এভাবেই সারাজীবন থাকতে চাই। কখনও যেন শেষ না হয়। এতদিন আমাদের দুজনের যা স্মৃতি রয়েছে সেটা খুবই মধুর।  আগামী দিনে এইরকম অনেক স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করব। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।'

পার্টনার সত্যিই বোরিং? প্রেমদিবসে পাঁচ মাসের প্রেম উদযাপনের কী প্ল্যান জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল মধুমিতার সঙ্গে। তিনি বলেন, 'অনেক কিছুই প্ল্যান আছে। একসঙ্গে অনেক ঘুরব। লং ড্রাইভে যাব। আমরা একটা ডিনার প্ল্যান করেছি। আর পার্টনার হিসেবে ও খুব ভাল (টাচ উড)। বোরিং যেটা পোস্টে লিখেছি সেটা মজা করে বলেছি। আমার জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে। আজকের দিনে আমি যা স্বপ্ন দেখেছিলাম, যা চেয়েছিলাম সেগুলো পেয়েছি। সেই জন্যই ও আজ আমার মনের মানুষ। গিফট নিয়ে আমাদের মধ্যে আলাদাভাবে সেরকম কোনও বিষয় নেই। ঘুরব-ফিরব ডিনার করব এটাই। কাজের ব্যস্ততার মাঝে একে অপরের জন্য সময় বের করে দেখা করার মধ্যেই আমাদের আনন্দ।'

২০২৪ সালে মধুমিতার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। মহাষ্টমীর দিনই দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন ছোট পর্দার পাখি। নতুন বছরের শুরুতে ১০ হাজার গোলাপ দিয়ে তৈরি ড্রেস পরে ছবি পোস্ট করেছিলেন মধুমিতা সরকার। প্রিয়তমার সেই রূপে মুগ্ধ হয়ে কী বলেছিলেন তাঁর মনের মানুষ? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে মধুমিতা জানিয়েছিলেন, 'সে তো বলেছে ফ্রেমে ১০ হাজার একটা (১) গোলাপ দেখতে পাচ্ছে।' সঙ্গে সঙ্গে পালটা প্রশ্ন, এই ১০ হাজারের সঙ্গে একটা গোলাপ তাহলে মধুমিতা সরকার? হাসতে হাসতে অভিনেত্রী বলেন, 'সেটা বলতে পারব না।'

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bengali News Madhumita Sarkar Bengali Film Industry