সত্যজিৎ, মৃণাল থেকে সৃজিত, বাংলা ছবির ভক্ত মধুর ভান্ডারকর
পরিচালক মধুর ভান্ডারকর কলকাতায় এসেছিলেন 'অভিযাত্রিক' ছবির মহরত উপলক্ষে। বাংলা ছবির অন্ধভক্ত বলে নিজেকে আখ্যা দেওয়া পরিচালক কথা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে।
By: Debasmita Das
Kolkata Updated: September 2, 2019, 12:34:48 PM
মধুর ভান্ডারকর। ফোটো- ইনস্টাগ্রাম
‘অভিযাত্রিক’ ছবির মহরত উপলক্ষে সম্প্রতি কলকাতায় এসেছিলেন মধুর ভান্ডারকর। সেখানেই তাঁকে পাকড়াও করে শুরু হল আড্ডা। বাংলা সিনেমা থেকে ওয়েব সিরিজ বাদ পড়ল না কিছুই। কথা বললেন নিজের পরবর্তী ছবি নিয়েও।
অভিযাত্রিক-এর সঙ্গে যুক্ত হওয়ার কথা কেন ভাবলেন?
কারণ, আমার মনে হয়েছে চিত্রনাট্য অসাধারণ। তাছাড়া চিরকালই বাংলা ছবির ভক্ত আমি, সেই সাদা-কালোর যুগ থেকে। মনে আছে, ভিডিও ক্যাসেটে ছবি দেখতাম। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্মিক ঘটকের মতো বিখ্যাত পরিচালকদের ছবি দেখেছি। পরিচালককে যখন গল্পটা বলেন আমার ভাল লাগে।
এটা একটা পিরিয়ড ছবি, সুতরাং তার পোশাক নির্বাচন থেকে সেট সমস্ত কিছু মাথায় রাখতে হয়েছে। আমি সত্যজিৎ রায়ের অন্ধভক্ত বলতে পারেন। তাই অপু ট্রিলজির পরের অংশটার সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলাম।
কিন্তু বাঙালির কাছে সত্যজিৎ রায় সেন্টিমেন্ট বলা যায়, এদিক থেকে ওদিক হলে তো বিতর্ক অবধারিত।
সে কারণেই ছবিটা তৈরির আগে প্রচুর রিসার্চ করতে হয়েছে। আমার ভিডিও লাইব্রেরীতে তো সত্যজিতের সমস্ত ছবি রয়েছে। ওনার ছবি শেষ হচ্ছে অপু কাজলকে কোলে তুলে নিচ্ছে, অভিযাত্রিকের চিত্রনাট্য ঠিক সেখান থেকে শুরু হচ্ছে। মূল বইয়ের পরের অংশটাই দেখানো হবে।
হ্যাঁ আমি জানি। খুব সু্ৃন্দর পোস্টার ছিল। এই বিষয়টা চিরকাল আমাদের কাথে রহস্যই রয়েছে। ছোট থেকে গুমনামী বাবার কথা শুনেছি, কেউ তাঁর উপর চিত্রনাট্য তৈরি করেছে। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তবে যাই বিতর্ক হোক, ছবিটা ছবির মতো করেই দেখি।