'বন্ধু ও গুরু', সরোজের প্রয়াণে বিধ্বস্ত মাধুরী দীক্ষিত

কোরিয়োগ্রাফার সরোজ খান নেই, খবরটা শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না মাধুরী দীক্ষিত। তাঁর বলিউডের নাচের শিক্ষা তো মাস্টারজীই দিয়েছিলেন।

কোরিয়োগ্রাফার সরোজ খান নেই, খবরটা শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না মাধুরী দীক্ষিত। তাঁর বলিউডের নাচের শিক্ষা তো মাস্টারজীই দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলঙ্ক ছবির সেটে মাধুরী ও সরোজ খান। ফোটো- মাধুরী দীক্ষিতের ইনস্টাগ্রাম

জনপ্রিয় কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রয়াণের খবরে বলিউডের মৃত্যু ক্ষতে আরও একটা আঘাত নেমে আসল। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মাস্টারজী। বহু অভিনেতার কেরিয়ারে ত্বরান্বিত হয়েছিল তাঁর ছোঁয়ায়। মাধুরী দীক্ষিতের সঙ্গে সরোজ খানের যুগলবন্দী তো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় বইয়ে দিয়েছিল।

Advertisment

নিজের বলিউড নাচের সমস্তটাই মাধুরী শিখেছেন সরোজ খানের কাছে, অন্তত অভিনেতার এমনটাই মত। কোরিয়োগ্রাফার সরোজ খান নেই, খবরটা শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না ধক ধক গার্ল।

বলিউড কোরিয়োগ্রাফার সরোজ খান প্রয়াত

Advertisment

টুইটারে মাধুরী দীক্ষিত তাঁর গুরু ও বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখলেন, ''বন্ধু ও গুরুর প্রয়াণে ধ্বস্ত। নাচের সম্পূর্ণতায় পৌঁছতে পারার জন্য চিরকাল ওর কাজের কাছে নতশীর থাকবো। বিশ্ব অত্যন্ত গুণী মানুষকে হারাল। তোমাকে মনে পড়বে। পরিবারের প্রতি সমবেদনা।''

আরও পড়ুন, শৈশবের রাতগুলোয় সরোজের জুটত শুধু পেঁয়াজি-পাউরুটি

সরোজ খানের শেষ কোরিয়োগ্রাফিও ছিল মাধুরী দীক্ষিতের জন্যই। কলঙ্ক ছবির তাবাহ হো গ্যায়ে গানে সরোজের ছন্দেই পা মিলিয়েছিলেন মাধুরী। এর আগেও তাদের যুগলবন্দী উপহার দিয়েছে কিছু কালজয়ী নাচের। ধক ধক, চানে কে খেত ম্যায়, এক দো তিন, তাম্মা তাম্মা, ডোলা রে ডোলা-র মতো গান তো অনন্য মাত্রা পেয়েছিল সরোজের তালেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

saroj khan Madhuri Dixit