Madhurima Fraud Case: এক রাতের আনন্দের জন্য দেউলিয়া, হোটেল বুকিং করতে গিয়ে কত খোয়ালেন মাধুরিমা?

Madhurima Chakraborty: দিল্লিতে বোনের কাছে ঘুরতে গিয়ে একটা রাত ফাইভ স্টারে থাকার প্ল্যান করেছিলেন। হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে পা দিলেন অভিনেত্রী। ঘটনার অভিজ্ঞতার কথা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন মাধুরিমা।

author-image
Kasturi Kundu
New Update
এক রাতের আনন্দের জন্য দেউলিয়া, হোটেল বুকিং করতে গিয়ে কত খোয়ালেন মধুরিমা

এক রাতের আনন্দের জন্য দেউলিয়া মধুরিমা

Madhurima Chakraborty Delhi Case: সামান্য ভুলের খেসারত দিলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী। দিল্লিতে বোনের কাছে ঘুরতে গিয়েছিলেন। একটা রাত ফাইভ স্টারে বোনের সঙ্গে একটু 'ফূর্তি' করার প্ল্যান করেছিলেন। 'উঠল বাই তো কটক যাই' করতে গিয়েই মোটা টাকা খোয়া গেল মধুরিমার। নিউ দিল্লির ফাইভ স্টার হোটল 'লেমন ট্রি'-র একটি রুম এক রাতের জন্য বুকিং করতে গিয়েই ঘটল বিপত্তি।

Advertisment

ভুলবশত মেক মাই ট্রিপ থেকে বুকিং না করে গুগল থেকে হোটেল বুকিং করতেই ফেঁসে গেলেন মাধুমিরা। দিল্লিতে গিয়ে দেউলিয়া হয়ে কলকাতা ফিরতে হল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। দিল্লিতে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল? কী ভাবে প্রতারণার ফাঁদে পা দিলেন মধুরিমা তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

Advertisment

মাধুরিমা বলেন, 'গত সপ্তাহে দিল্লিতে আমার তুতো বোনের কাছে গিয়েছিলাম। ও ওখানেই থাকে। একদিন দুপুরে লাঞ্চ করার সময় হঠাৎ-ই ভাবলাম একটা রাত আমরা একটু ফাইভ স্টারে কাটাব। দুই বোন এক জায়গায় হলে যেমন হয় সেই রকমই একটা সাডেন প্ল্যান করেছিলাম।'

'মেক মাই ট্রিপ থেকেই সবসময় হোটেল বুকিং করি। কিন্তু, সেদিন গুগল থেকে করেছিলাম। ওখানে লেমন ট্রি-র দুটো নম্বর ছিল। তার মধ্যে একটা অরিজিনাল অপরটা স্ক্যামারের। ভুলবসত ওই নম্বরটায় ফোন করি। প্রথমে তো আসল-নকল বুঝিনি। ফোন করার পরই ওরা বলল পেমেন্ট না করলে বুকিং হবে না। সঙ্গে সঙ্গে স্ক্যানারটা পাঠিয়ে দিল। টাকা পাঠানোর পর আমাকে ব্লক করে দেয়। কোনওভাবেই যোগাযোগ করতে পরিনি।' 

'পরে আমরা অরিজিনাল নম্বরে যখন ফোন করলাম তখন 'লেমন ট্রি' থেকে বলল আপনাদের সঙ্গে কোনও কথাই হয়নি। কোনও টাকাও আসেনি। আমরা কাউকে স্ক্যানার পাঠাই না। অন স্পট বুকিং হয়। ওখানে বোনের অনেক পরিচিত আছে। ওঁর এক বন্ধু সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। সে বলল, দিল্লিতে অনেক বছর ধরে এই স্ক্যাম চলছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হবে না। এখন এই স্ক্যামের এতটাই বাড়বাড়ন্ত যে কোনও হদিশ পাওয়াটাই মুশকিল।'

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali News Bengali serial TRP Madhurima Chakraborty