Mahalaya 2025: বাংলার সবথেকে প্রিয় দুর্গা কে? ChatGPt-যা উত্তর দিল, শুনলে চমকে যাবেন..

সবসময়ই টলিপাড়ার নায়িকারা মা দুর্গা হিসেবে অভিনয় করে এসেছেন। এবং অনেকেই সেই সুযোগকে ঈশ্বরীয় বলে উল্লেখ করে এসেছেন। প্রায় ২০০০ এর আগে থেকেই নায়িকারা মা দুর্গার ভুমিকায় বহু বহু অনুষ্ঠান করেছেন।

সবসময়ই টলিপাড়ার নায়িকারা মা দুর্গা হিসেবে অভিনয় করে এসেছেন। এবং অনেকেই সেই সুযোগকে ঈশ্বরীয় বলে উল্লেখ করে এসেছেন। প্রায় ২০০০ এর আগে থেকেই নায়িকারা মা দুর্গার ভুমিকায় বহু বহু অনুষ্ঠান করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
durga

সবথেকে জনপ্রিয় দুর্গা মুখ কে?

রথ টানলে দুর্গা আসে- যেদিন থেকেই মহাপ্রভু জগন্নাথ রথে করে মাসির বাড়ি যাত্রা করতে যান, সেদিন থেকেই বাঙ্গালির মনে, আলাদাই উন্মাদনা শুরু হয়ে যায়। কারণ, মা দুর্গা মর্তে আসার প্রস্তুতি শুরু হয়ে যায় তবে থেকেই। পুজো পুজো ভাব তখন থেকেই শুরু বাঙ্গালির মনে। কিন্তু, মহালয়ার ভোর মানেই আলাদা রকমের উন্মাদনা। বর্তমান সময়ে গঙ্গার ঘাটে ভিড় করে নতুন প্রজন্মরা। কিন্তু, একসময় মহালয়া মানেই ছিল, ভোর ৪টে বাজতে না বাজতেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। এবং তারপর চ্যানেলে চ্যানেলে নানা অনুষ্ঠান।

Advertisment

সবসময়ই টলিপাড়ার নায়িকারা মা দুর্গা হিসেবে অভিনয় করে এসেছেন। এবং অনেকেই সেই সুযোগকে ঈশ্বরীয় বলে উল্লেখ করে এসেছেন। প্রায় ২০০০ এর আগে থেকেই নায়িকারা মা দুর্গার ভুমিকায় বহু বহু অনুষ্ঠান করেছেন। শুরুর দিন থেকেই টিভিতে মহালয়া অনুষ্ঠানের বিরাট জনপ্রিয়তা। তবে, বর্তমানে অত্যধিক সাজ, অত্যধিক নাচ এবং জৌলুসের কারণে মুল ভাবনার অনুষ্ঠানে অনেক গাফিলতি দেখা যায়। 

Tapan Sinha-Tanuja: 'তনু এখন কাঁদবি না যখন...', তপন সিনহার 'আদালত ও একটি মেয়ে'-র স্মৃতিতে জিয়া নস্ট্যাল তনুজা

Advertisment

খেয়াল করলে দেখা যাবে, বহুদিন ধরেই মহালয়ার অনুষ্ঠানে বহু মুখ বদল হয়েছে। কিন্তু, বাঙালি আজও নস্টালজিক সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাহলে কি তিনিই বাংলার সবচেয়ে জনপ্রিয় দুর্গা? ChatGpt-কী উত্তর দিচ্ছে? তাঁর চোখে সবথেকে প্রিয় দুর্গা কে? তাঁদের মতামত অনুযায়ী, অপু-দুর্গার দুর্গা আসলে সবথেকে প্রিয় দুর্গা। যদিও তিনি কোনদিন মা দুর্গার ভুমিকায় অভিনয় করেননি। কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে তিনি দুর্গা হিসেবেই পরিচিত। আর যারা মহালয়ার অনুষ্ঠানে মা দুর্গার ভুমিকায় অভিনয় করেছেন তাঁদের মধ্যে? 

ChatGpt-র দেওয়া উত্তর অনুযায়ীঃ 

  • ইন্দ্রাণী হালদারঃ  দূরদর্শনের মহিষাসুর মর্দিনী (২০০৩) এবং তার আগে স্টার প্লাসের মা শক্তি (২০০২) -এ  তার সৌন্দর্য, উপস্থিতি এবং ধ্রুপদী নৃত্যের পটভূমি স্থায়ী প্রভাব ফেলেছিল। 
  • শুভশ্রী গাঙ্গুলিঃ ২০২৪ সালে এবং তার আগের বছরগুলিতে নবরূপে দেবী দুর্গার মতো, মহালয়ার অনুষ্ঠানের জন্য জি বাংলায় তিনি বহুবার দুর্গা সেজেছেন। এবং কাজ করেছেন। 
  • কোয়েল মল্লিকঃ  স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠানগুলিতে (২০২৪ সহ) প্রায়শই দুর্গা হন তিনি। তার অভিনয় তীব্রতা সবসময় মন কেড়েছে। 
  • শ্রাবন্তী চ্যাটার্জীঃ  মহালয়ার অনুষ্ঠানে, যেমন দুর্গা দুর্গতিনাশিনীতে শ্রাবন্তি চট্টোপাধ্যায় দারুণ জনপ্রিয়। এছাড়াও বহুবার দুর্গা চরিত্রে অভিনয় করেছেন। 
  • পায়েল দেঃ  টিভির কালার্স বাংলায় মহিষাসুর মর্দিনী (২০১৫) এবং দুর্গা দুর্গতিনাশিনী (২০১৬) তে দুর্গার চরিত্রে অভিনয় করেছেন । সাম্প্রতিক বছরগুলিতে প্রায়শই একজন বিশিষ্ট দুর্গা মুখ হিসেবে  তিনি উল্লেখযোগ্য। 
Devi Durga Entertainment News Today Mahalaya