Advertisment

সেলুলয়েডে 'মহালয়া', ফিরে দেখা বীরেন্দ্রকৃষ্ণ-মহানায়ক অধ্যায়

দেবীপক্ষের সূচনাতে নতুন সিনেমা 'মহালয়া'র কথা ঘোষণা করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। আগামী ১০ ফেব্রুয়ারী প্রকাশিত হবে সেই সিনেমার ট্রেলার।

author-image
IE Bangla Web Desk
New Update
MAHALAYA

আগামী ১০ ফেব্রুয়ারী বেরোবে সেই মহালয়ার ট্রেলার। ফোটো- এনআইডিয়াজ

রেডিওয় মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। দশকের পর দশক ওই বিশেষ দিনে এটাই অধিকাংশ বাঙালির অভ্যাস। কিন্তু সেই প্রবাদপ্রতিম বীরেন্দ্রকৃষ্ণকেই বাদ পড়তে হয়েছিল রেডিওর মহালয়া থেকে। সালটা ১৯৭৬। সাই বার ‘মহিষাসুরমর্দিনী’-র বদলে সম্প্রচারিত হয় ‘দুর্গা দুর্গতিনাশিনী’। মহালয়ার দিন স্তোত্র পাঠের জন্য আমন্ত্রণ পান খ্যাতির মধ্য গগণে থাকা ম্যাটিনি আইডল উত্তম কুমার। কিন্তু, শ্রোতারা এ ক্ষেত্রে গ্রহণ করেননি মহানায়ককে। এক প্রকার বাধ্য হয়ে বীরেন্দ্রকৃষ্ণকে ফিরিয়ে আনে আকাশবাণী কর্তৃপক্ষ। কি ভাবছেন, হঠাৎ কেন সরস্বতী পুজোর সময় মহালয়ার কথা উঠছে?

Advertisment

২০১৮-র মহালয়ার দিন থেকে শুরু। গত বছর দেবীপক্ষের সূচনাতে নতুন সিনেমা 'মহালয়া'র কথা ঘোষণা করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। আগামী ১০ ফেব্রুয়ারী প্রকাশিত হবে সেই সিনেমার ট্রেলার। আর এর ঠিক আগেই কতকটা আবহ তৈরি করার ঢঙে বাঙালির মহালয়া আবেগকে উসকে দিতে বারবার সিনেমার টিজার, পোস্টার কিংবা নেপথ্য দৃশ্য সোশালে আপলোড করছেন পরিচালক সৌমিক সেন।

আরও পড়ুন, আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করছেন পাভেল?

এই সিনেমা বাঙালিকে বারবার স্মৃতিমেদুর করবে। বীরেন্দ্রকৃষ্ণের বেশে শট দিচ্ছেন শুভাশিস মুখোপাধ্যায়। আবারও কখনও কানে ভেসে আসছে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে সম্প্রচারিত হওয়া মহালয়ার অনুষ্ঠান। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। আর সরকারি আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং প্রসেনজিৎ। মানুষের প্রতিবাদে ১৯৩২ থেকে প্রচলিত রীতি কীভাবে ফিরে এসেছিল, তারই দৃশ্যায়ন ঘটাবে 'মহালয়া'।

tollywood jisshu sengupta prosenjit chatterjee
Advertisment