Advertisment
Presenting Partner
Desktop GIF

Maheep Kapoor : 'এত নেশা হয়েছিল যে রাতে...', সঞ্জয়ের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ মাহিপের

Maheep-Sanjay First Date : মাহিপ কাপুর যখন টাকিলা শট নিচ্ছিলেন তখন সঞ্জয় কাপুর প্রেমের প্রস্তাব দেন। কিন্তু, মাহিপ এতটাই নেশাগ্রস্থ ছিলেন রাতে সঞ্জয়ের সঙ্গেই ছিলেন। প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ মাহিপের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সঞ্জয়ের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ মাহিপের

সঞ্জয়ের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ মাহিপের

Maheep-Sanjay : ২০২২- এ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের হাত ধরে প্রথমবার অন স্ক্রিনে আত্মপ্রকাশ মাহিপ কাপুরের। বলি অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। নেটফ্লিক্সের পপুলার সিরিজ 'ফ্যাবুউলাস লাইভস অফ বলিউড'- এ সঞ্জয় কাপুরের সঙ্গে সিক্রেট মোমেন্ট শেয়ার করলেন। 'ফ্যাবুউলাস লাইভস অফ বলিউড'- এর তিনটি পর্বই বেশ সফল। সঞ্জয়ের প্রেমের প্রস্তাব গ্রহণের সময় কী রকম অবস্থায় ছিলেন মাহিপ? শুনলে কিন্তু, চমকে উঠতে পারেন আবার ভাবতেও পারেন এমনটাও হতে পারে! মাহিপ কাপুর এই শো-এ খুল্লামখুল্লা সবটাই বললেন। 

Advertisment


তারকা পত্নীর কথায়, টাকিলা শট নেওয়ার সময় সঞ্জয় কাপুর তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় পুরো নেশাগ্রস্থ ছিলেন মাহিপ। তবুও শ্বশুরবাড়িতে তাঁকে কেউ প্রত্যাক্ষান করেননি। ওই অবস্থাতেই মেনে নিয়েছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা। কমেডিয়ান রৌণক রাজানি-র শো-এ এসেছিলেন মাহিপ কাপুর। সেখানে এসেই সঞ্জয়ের সঙ্গে তাঁর কীর্তিকলাপের কথা শেয়ার করেন। বিয়ে করবেন সেটা কখনও ভাবতেই পারেননি। 


মাহিপ কাপুর বলেন, 'The 1900s nightclub- এ পার্টি চলছিল। টাকিলা শট নিচ্ছিলাম। সেই সময় সঞ্জয় এসে বলে আমরা বিয়ে করতে পারি?' পাঁচ বছর মাহিপের সঙ্গে সম্পর্কে ছিলেন সঞ্জয় কাপুর। দীর্ঘ ৩০ বছরের বিবাহিত জীবনে সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত সঞ্জয়-মাহিপ। 


মাহিপের কথায়, 'পার্টিতে মাত্রাতিরিক্ত মদ্য পান করে ছিলাম। এতটাই নেশাগ্রস্থ হয়ে পড়েছিলাম যে পুরো বেহুঁশ ছিলাম। তাই ওদিন সঞ্জয়ের সঙ্গেই রাতে ছিলাম। তবুও আমাকে নিয়ে শ্বশুরবাড়িতে কারও কোনও আপত্তি ছিল না।'  শোয়ে এসে স্মৃতিচারণা করতে গিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রথম আলাপের মুহূর্তও শেয়ার করেন মাহিপ কাপুর। তাঁকে কখনও বদলে যেতে বলেননি সঞ্জয়ের মা-বাবা। বরং একজন ভাল হবু বউমা হিসাবেই তাঁকে আপ্যায়ন করেন। 

আরও পড়ুন: আমাকে তো বলল না...', যশের কোন খবর পেয়ে চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

Bollywood Couple Maheep Kapoor bollywood movie Bollywood Wedding Bollywood Celeb Home Bollywood News bollywood actress
Advertisment