Advertisment
Presenting Partner
Desktop GIF

Nusrat Jahan Video : 'আমাকে তো বলল না...', যশের কোন খবর পেয়ে চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

Yash Dasgupta Comeback In TV : দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক যশ দাশগুপ্তের। ভিডিয়ো পোস্ট করে সে কথা নিজেই জানান। কিন্তু, নুসরত কিছুই জানেন না! দেখুন সেই ভাইরাল ভিডিও।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
...', যশের কোন খবর পেয়ে চিন্তিত নুসরত?

...', যশের কোন খবর পেয়ে চিন্তিত নুসরত?

Yash Dasgupta And ,  Nusrat Jahan : বাংলা মেগার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি আজকের টলি সুপারস্টার যশ দাশগুপ্তের। এই মুহূর্তে বাংলা সিনেমার নায়কও বটে। বর্তমানে প্রোডাকশন হাউজেরও কর্ণধার যশ দাশগুপ্ত। দোসর তাঁর সফরসঙ্গী টলি ক্যুইন নুসরত জাহান। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কানাঘুষো, দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনে কামব্যাক করছেন যশ দাশগুপ্ত। টলিপাড়ায় যখন এই বিষয় নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে, তখন যশের জীবনসঙ্গী নুসরতই খবরটা জানেন না! সাংবাদিকদের ফোনে যশের খবর পেয়ে বিস্মিত নুসরত?

Advertisment


ইনস্টাগ্রামে নুসরত একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি ফোনে কথা বলতে চরম ব্যস্ত। একটা ফোন কেটে আবার একটা ফোন রিসিভ করছেন। আর কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'জানি না সকাল থেকে মিডিয়া ফোন করছে। আবার কী হল'? এরপরই এক সাংবাদিকের ফোন আসে। ফোনের ওপার থেকে তিনি নুসরতের কাছে জানতে চান, 'যশ দা সত্যিই টেলিভিশনে কামব্যাক করছেন'? 


এই প্রশ্নে রীতিমতো চমকে যান অভিনেত্রী। একটু আমতা আমতা করেই বলেন, 'আমি ঠিক জানি না। আমাকে একটু সময় দাও। আমি তোমাকে কল ব্যাক করছি'। এরপর ফোন হাতে নিয়ে নিজেই বিরবির করে বলেন, 'যশ আবার টেলিভিশনে ফিরছে! আমাকে তো কিছুই বলেনি'। সত্যিই যশ দাশগুপ্ত টেলিভিশনে কামব্যাক করছেন? নাকি এর নেপথ্যে রয়েছে কোনও ট্যুইস্ট? 


সম্প্রতি যশ দাশগুপ্ত নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে নিজেই তাঁর টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাকের খবর দিয়েছেন। কিন্তু, কোনও ধারাবাহিক না রিয়্যালিটি শো সেই বিষয়ে কিছু স্পষ্ট করেননি যশ। টিভিতে তাঁর কামব্যাকের জল্পনাকে খানিক উসকে দিল নুসরতের লেটেস্ট পোস্ট। 

আরও পড়ুন : 'আবার মায়ের বকুনি খেতে চাই', শিশুদিবসে শৈশবের স্মৃতিচারণায় ঋতুপর্ণা

Bengali Television Bengali Actress Bengali Actor Yash Dasgupta Nusrat Jahan Bengali Film Industry Bengali Cinema Bengali Film
Advertisment