Advertisment

সুশান্তের মৃত্যুর ঘটনায় কারও সহায়তা পাচ্ছেন না, হতাশ শেখর সুমন

ভালবাসার মানুষদের ছেড়ে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তাঁর অকাল প্রয়াণ স্তব্ধবাক করে দিয়েছে দেশবাসীকে। সুশান্তের আত্মহত্যার ঘটবার বারবার সিবিআই তদন্তের দাবি করছেন শেখর সুমন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিবার কিংবা রাজনৈতিক নেতা কারোকেও পাশে পাচ্ছেন না অভিনেতা।

২২ দিন পার, এক রবিবার দুপুরে এসেছিল দুঃসংবাদ। নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পুলিশের বয়ান, এমনকী সাংবাদমাধ্যও বলে আত্মঘাতীই হয়েছেন বছর ৩৪-এর অভিনেতা। তবে বেশ কিছু মানুষ তা মানতে নারাজ। এর মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন অনেকে। তারপরেই নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন প্রকাশ্যে সিবিআই তদন্তের দাবি করেন।

Advertisment

এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে হতাশাজনক পোস্ট করেছেন শেখর সুমন। সুশান্তের মৃত্যু মামলা পরিবার ও রাজনৈতিক তরফে কোনও সহযোগিতা না পাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। শেখর লেখেন, “আমাদের চারপাশে বিষয়গুলো অনুকূল নয়, কিন্তু তবুও তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা সুশান্তকে বাঁচিয়ে রেখেছি এবং তা চালিয়ে যাব। সম্ভবত এখনও পর্যন্ত তৈরি হওয়া বৃহত্তম আন্দোলন। আরও একটি টুইটে তিনি যথাযথ সিবিআই তদন্তের দাবি করেছেন।''

আরও পড়ুন, দর্শকের ড্রয়িংরুমে ঢাকের বাদ্যি ও স্বপ্নের উড়ান, আসছে ‘যমুনা ঢাকি’ ও ‘তিতলি’

7, 2020

আরও পড়ুন, ডেটের সমস্যার কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি সঞ্জয়!

দু'দিন আগে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার। ইউটিউবে ট্রেলার রিলিজ হওয়ার মূহুর্তের মধ্যে অ্যাভেঞ্জার্সের রেকর্ডও ভেঙে ফেলেছে। মাত্র ২৪ ঘন্টা সাড়া ফেলেছে সুশান্তের ছবির ঝলক। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে দেখানো হবে এই ছবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput
Advertisment