Advertisment

সদফ জাফরের গ্রেফতারিতে সরব হল বলিউড

১৯ ডিসেম্বর লখনউতে প্রতিবাদ সমাবেশে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী সদফ জাফর। সিএএ- নিয়ে প্রতিবাদের গ্রেফতারির সময় তিনি ফেসবুকে লাইভ ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sadaf jafar

সদফ জাফরের গ্রেফতারির প্রতিবাদে তারকারা।

মহেশ ভাট, স্বরা ভাস্কর এবং সুশান্ত সিং-এর মতো অভিনেতারা এদিন অভিনেতা-অ্যাক্টিভিস্ট সদফ জাফরকে জেল থেকে মুক্তির দাবিতে কথা বললেন। কংগ্রেসের মুখপাত্র সদফ জাফর ১৯ ডিসেম্বর লখনউতে প্রতিবাদ সমাবেশে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী সদফ জাফর। সিএএ- নিয়ে প্রতিবাদের গ্রেফতারির সময় তিনি ফেসবুকে লাইভ ছিলেন।

Advertisment

স্বরা ভাস্কর জানালেন, জাফরের খোঁজ করায় তাঁর এক বন্ধু দীপক কবীরকেও পুলিশ হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। জাফরের গ্রেফতার হওয়ার একটি ভিডিও টুইট করে শেয়ার করেছেন সুশান্ত সিং।

Advertisment

আরও পড়ুন, সৃজিতের ফেলুদা সিরিজে ‘মগনলাল মেঘরাজ’ খরাজ

চলচ্চিত্র নির্মাতা মীরা নারায়, হনসল মেহতা এবং গল্লি বয়-এর অভিনেতা বিজয় বর্মাও সদফ জাফরের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন। টুইটারে সদফ জাহারের গ্রেফতারির বিষয়টি জানিয়ে মীরা নায়ার লেখেন, ”এই এখন আমাদের দেশের অবস্থা– অত্যন্ত শঙ্কাজনক। ‘দ্য সুটেবল বয়’-অভিনেত্রী সদফ জাহার লখনউতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি মার খেয়েছেন, গ্রেফতার হয়েছেন। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানাতে আপনারা আমার সঙ্গে থাকুন।”

bollywood movie swara bhaskar Citizenship Amendment Act caa
Advertisment