Advertisment

পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, বিমানবন্দর থেকেই গ্রেফতার অঙ্কুশের নায়িকা

দেশে ফিরতেই বিপত্তি! পুলিশি হেফাজতে অভিনেত্রী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahiya mahi, mahiya mahi arrested, ankush hazra, ankush hazra heroine mahiya

গ্রেফতার মাহিয়া!

বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেফতার ওপার বাংলার অভিনেত্রী মাহিয়া মাহি। এই বাংলাতেও বেশ পরিচিত মুখ তিনি। সকাল ১১টা নাগাদ দেশে ফিরলে তাঁকে ঢাকা বিমানবন্দর থেকেই গ্রেফতার করে গাজীপুর পুলিশ। কিন্তু কেন?

Advertisment

সূত্রের খবর, মাহিয়া মাহির স্বামী রকিব সরকার যিনি আদতে ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতা, তাঁর গাড়ির শোরুমে হামলা চালানো হয়। শুক্রবার সেই প্রসঙ্গেই ফেসবুক প্রোফাইলে লাইভে আসেন তারা। এবং পুলিশের বিরুদ্ধে ঘুষ সংক্রান্ত নানান অভিযোগ করেন। সেই কারণেই পুলিশি তরফে মামলা করা হয় অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযোগ এমনই, এতে দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন থানার এসআই।

আর পড়ুন < ‘অনির্বাণ দা এমনই মানুষ…’, একসঙ্গে ক্রিকেট-শুটিং, নরওয়ে Diaries প্রসঙ্গে আবেগপ্রবণ সৌম্য >

অভিনেত্রী এবং তাঁর স্বামী সৌদি আরবে থাকাকালীন এই ঘটনা ঘটিয়েছেন। ফলেই বিমানবন্দরে নামতে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও বা সঙ্গে আসার কথা ছিল তাঁর স্বামীরও। কিন্তু গ্রেফতারির ভয়ে আজও সৌদি আরবে রয়েছেন বলেই সূত্রের খবর। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাঁকে গ্রেফতার করেছেন। যদিও, এই প্রসঙ্গে তাঁর বয়ান এখনও মেলেনি।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা শহরে উমরাহ পালন করতে গিয়েছিলেন তাঁরা দুজন। সেখানেই রাকিবের গাড়ির শোরুম ভাঙচুরের অভিযোগ করেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই বাংলায় বেশ জনপ্রিয় মুখ তিনি। কাজ করেছেন অঙ্কুশ এবং ওমের সঙ্গে। এখনও আপাতত পুলিশি হেফাজতে তিনি।

tollywood Entertainment News
Advertisment