scorecardresearch

‘অনির্বাণ দা এমনই মানুষ…’, একসঙ্গে ক্রিকেট-শুটিং, নরওয়ে Diaries প্রসঙ্গে আবেগপ্রবণ সৌম্য

বিগ বাজেট বলিউড ছবিতে কাজ, সৌম্য বললেন…

srk, shah rukh khan, soumya mukherjee, shah rukh khan praises soumya, soumya mukherjee bollywood, soumya mukherjee new film, soumya mukherjee anirban bhattacharya, soumya mukherjee tollywood, soumya mukherjee bolly news, bolly news, bolly world
বলিউড ছবি নিয়ে কী বলছেন সৌম্য?

‘মিসেস চ্যাটার্জি vs Norway’ – ছবি নিয়ে যখন বলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ সৌম্য মুখোপাধ্যায় ব্যাস্ত সেদিনের স্মৃতি স্মরণ করতে। একেই বলিউডের বিগ বাজেট ছবিতে এই প্রথম কাজ, চিন্তা তো থাকেই। তবে, সঙ্গে যখন ছিলেন অনির্বাণ ভট্টাচার্য খোদ সবকিছু ঠিক না হয়ে উপায় আছে?

বলিউডে অনির্বাণেরও প্রথম কাজ। দুই বাঙালি নরওয়ে পাড়ি দিয়েছিলেন শুটিং উপলক্ষে। এদিকে, অনির্বাণের সঙ্গে এর আগে মিথ্যে প্রেমের গানের সুত্রে আলাপ। কেমন লাগল এবার বলিউড ছবিতে একসঙ্গে অভিনয় করে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সেই প্রসঙ্গেই ঝুলি উজার করলেন তিনি। দুই বাঙালি একসঙ্গে যেমন কিছু কিছু মুহূর্তের শুটিং করেছেন তেমনই সৌম্যর খেয়ালও রেখেছিলেন অনির্বাণ। ঠিক কেমন?

প্রেম টেমের অভিনেতার বক্তব্য, “আমি কোনওদিন বিদেশে যাই নি। একদম অন্যরকম অনুভূতি ছিল। আর নরওয়ে, বুঝতেই পারছ একদম অন্য জায়গা। আমাদের শুটিং সিকোয়েন্স খুব কম ছিল, কিন্তু গল্প হত একসঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা হত। দুজনেই থিয়েটারের লোক। একদিন তো একসঙ্গে একটা থিয়েটার দেখারও কথা ছিল। কিন্তু অনির্বাণ দা-র শুট পরে গেল”।

আরও পড়ুন [ ‘চোখে জল চলে এল’, বলিউড ছবিতে কিং খানের বিরাট প্রশংসা, আত্মহারা প্রেম Tame-র সৌম্য ]

এখানেই শেষ নয়। বরং, সৌম্যর খোঁজখবর নিতেও ভুল হত না তাঁর। ঠিকমতো বাড়ি পৌঁছেছেন কিনা সেটাও জিজ্ঞেস করতেন। অভিনেতার কথায়, “আমি যখন ফিরছি শুট শেষ করে তাও ২০-২৫ দিন পর তখন দিল্লি পৌছনোর পর অনির্বাণ দা আমায় মেসেজ করেন যে ঠিকমত এলাম কিনা। এটার কিন্তু দরকার ছিল না কোনও। তবে ওই যে অনির্বাণ দা তো আলদাই মানুষ। এরকম মানুষ খুব কম হয়”।

একদিকে যেমন বলিউড ছবিতে কাজ করার অত্যধিক আনন্দ অন্যদিকে, শাহরুখের প্রশংসা…যেন নিজের মধ্যে আর নেই সৌম্য। শাহরুখকে দেখে শিখেছেন, বড় হয়েছেন তাঁর থেকে দুটো ভাল শব্দ মানেই বিরাট ব্যাপার। অভিনেতা জানিয়েছিলেন, চোখে জল এসে যাচ্ছে আমার। কিং খান আমায় প্রশংসা করেছেন বলে কথা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Soumya mukherjee praising anirban bhattacharya during norway shoot